shono
Advertisement

আমফানের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘হাইকা’

কোথায় তাণ্ডব চালাবে এই ঝড়? প্রভাব কি পড়বে বাংলায়? The post আমফানের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘হাইকা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 10:05 AM Jun 01, 2020Updated: 10:05 AM Jun 01, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমফানের স্মৃতি এখনও টাটকা। বাংলা, ওড়িশার জেলাগুলি ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন বহন করে নিয়ে চলেছে। এর মধ্যেই ফের খারাপ খবর। ধেয়ে আসছে আরও এক ঝড়। যার গতি হতে পারে  ঘণ্টায় ১২০ কিলোমিটার। ৩ জুন সন্ধে থেকে তাণ্ডব চালাতে পারে সেই ঘূর্ণিঝড় ‘হাইকা’। আর সেই প্রকৃতির রোষে ব্যাপক ক্ষতি হতে পারে গুজরাট ও মহারাষ্ট্রের। এদিকে কলকাতাতেও বইতে পারে ঝোড়ো হাওয়া।

Advertisement

দেশের পশ্চিম প্রান্তে বড়সড় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আরব সাগরের গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর তাই রেড অ্যালার্ট গুজরাটে সতর্কতা জারি করেছে মৌসম ভবন। মনে করা হচ্ছে ১ জুন থেকে ৩ জুনের মধ্যে উপকূলীয় এলাকায় প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় হাইকা। গুজরাটের দ্বারকা ও পাশের অঞ্চলগুলিতে বিশাল শক্তি নিয়ে তাণ্ডব চালাবে সে। প্রভাব পড়তে পারে মহারাষ্ট্রের উপকূলেও। করোনা বিধ্বস্ত দুই রাজ্যই এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছে।

[আরও পড়ুন : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড হারে মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমিতের সংখ্যাও]

পাশাপাশি, আগামী ৫ দিনের কলকাতায় রয়েছে ঝড়ের পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় সোমবার ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড় বইতে পারে। এমনকী, ৪ জুন পর্যন্ত ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে থাকবে বৃষ্টি।

মৌসম ভবন জানিয়েছে, এবার দেশে বর্ষা ঢুকবে সঠিক সময়ে। স্বাভাবিক সময়ে হবে বৃষ্টি। ফলে চাষবাসে সুবিধা হবে। কিন্তু তার আগে পরপর ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বড়সড় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। যা নিসন্দেহে সরকারের উপরও চাপ বাড়াচ্ছে।

[আরও পড়ুন : ‘বাবা-মা’কে ছাড়ার জন্য চাপ দিলে ডিভোর্স দেওয়া যাবে স্ত্রীকে’, মন্তব্য আদালতের]

The post আমফানের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা, শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ‘হাইকা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement