shono
Advertisement

এবার বলিউডে ফেলুদা! দিবাকরের ছবিতে নতুন চমক

দিবাকরের ছবিতে ফেলুদার চরিত্রে কোন অভিনেতা?
Posted: 09:20 AM Dec 29, 2023Updated: 09:20 AM Dec 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতকে নিয়ে ইতিমধ্যেই ব্যোমকেশ বক্সীকে বলিউডের পর্দায় নিয়ে এসেছেন পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবার পালা ফেলুদার! বাঙালির আরেক প্রিয় গোয়েন্দাকে এবার হয়তো দেখা যাবে বলিপর্দায়। ভাবছেন বলিপাড়ার ফেলুদা হবেন কে?

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন পরিচালক দিবাকর। সেখানেই মনের ইচ্ছের কথা জানালেন তিনি। দিবাকর বলেন, ”আমার বরাবরই ব্যোমকেশ ও ফেলুদা পছন্দ। শরদিন্দুর ব্য়োমকেশকে সিনেপর্দায় এনেছি। এবার সত্যজিৎ রায়ের ফেলুদাকে আনতে চাই। গল্পও বাছা হয়ে গিয়েছে।”

পরিচালক আরও জানেন, ”আমার এই ছবিতে অভয় দেওলকে ফেলুদা হিসেবে ভেবেছিলাম। কিন্তু শেষমেশ, ছবিটা আর করে ওঠা হয়নি।”

[আরও পড়ুন: নিঃশব্দেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ! প্রথমবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শর্মিলা ঠাকুর]

দিবাকর ফেলুদা বানানোর ইচ্ছেপ্রকাশ করেছেন, এ খবর শোনার পর এক সংবাদমাধ্যমকে সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায় জানান, এখনও পর্যন্ত এ সব নিয়ে দিবাকরের সঙ্গে কোনও কথা হয়নি। যদি এমন কিছু হয়, তাহলে অবশ্যই আলোচনায় বসব।

সিনেমা ও ওটিটিতে এ যাবৎ ফেলুদা তৈরি হয়েছে অনেকগুলো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রে দেখা গিয়েছে সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। এমনকী, টোটা রায়চৌধুরী এবং পরমব্রতও অভিনয় করেছেন ফেলুদার চরিত্রে।

[আরও পড়ুন: ‘ডাঙ্কি’র আয়ে ভাটা! তবুও তেইশের সিনেবাজারে ২৫০০ কোটির ব্যবসা শাহরুখের, কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement