সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকিট বিলি ঘিরে হুড়োহুড়ি। তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অনেকেই। তাঁরা সকলেই ভর্তি হাসপাতালে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। জখমদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার তিরুপতি যাওয়ার কথা তাঁর।
বৈকুণ্ঠ একাদশীর সময় বৈকুণ্ঠদ্বার দর্শনের সুযোগ পান পুণ্যার্থীরা। তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়। বুধবার সকাল থেকে ওই টিকিট সংগ্রহের জন্য ভিড় জমাতে শুরু করেন অনেকেই। সন্ধ্যায় টিকিট কেন্দ্রের সামনে কমপক্ষে ৪ হাজারের বেশি মানুষের ভিড় ছিল। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির সময় গণ্ডগোল। টোকেন নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। পদপিষ্ট হয়ে জখম বহু। তাঁদের উদ্ধার করে শ্রী ভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার তিরুপতিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। জখমদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এই ঘটনায় আতঙ্কিত পুণ্যার্থীরা। স্বজনহারার কান্নায় আপাতত ভারী মন্দির চত্বর।