shono
Advertisement

‘পঞ্চায়েতে তৃণমূলের রিগিংয়ের বিরোধিতা করেছিলাম’, বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন

‘কলকাতা কর্পোরেশনের নির্বাচন জিতবই’, হুঁশিয়ারি আত্মবিশ্বাসী মুকুলের৷ The post ‘পঞ্চায়েতে তৃণমূলের রিগিংয়ের বিরোধিতা করেছিলাম’, বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Aug 14, 2019Updated: 06:12 PM Aug 14, 2019

সোমনাথ রায়, নয়াদিল্লি: জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিজেপিতে যোগদান করলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ আর গায়ে গেরুয়া চাদর চড়ানোর পরেই, পঞ্চায়েত নির্বাচন নিয়ে সদ্য প্রাক্তন দলকে বেকায়দায় ফেললেন বেহালা পূর্বের তৃণমূল বিধায়ক৷ সাফ জানালেন, ‘পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি, আগেই দলের অন্দরে তার বিরোধিতা করেছিলাম৷’

Advertisement

[ আরও পড়ুন: বাথরুমে মিলনে নারাজ স্ত্রী, ক্ষোভে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে]

এদিন দীর্ঘদিনের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়৷ উত্তরীয় এবং দলের সদস্যতা কার্ড দিয়ে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতা মুকুল রায়৷ এরপরই শোভনের প্রশংসায় মুখ খোলেন মুকুল রায়৷ তিনি জানান, বাংলার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় একটি অন্যতম নাম৷ ৩৪ বছর ধরে তৃণমূলের হয়ে কোনও না কোনও পদে তৃণমূলের জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছেন তিনি৷ কলকাতা কর্পোরেশনের মেয়রও ছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ায়, তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে৷ এখানেই শেষ নয়, শোভনকে পাশে বসিয়েই তৃণমূলকে আক্রমণ শানান মুকুল৷ হুঁশিয়ারির সুরে জানান, বামেদের মতো বাংলায় তৃণমূলেও ক্ষয় শুরু হয়েছে৷ কলকাতা কর্পোরেশনের নির্বাচনে বিজেপি জিতবেই৷ এমনকী, বিধানসভা নির্বাচনে মমতার দল বিরোধীর মর্যাদাও পাবে না৷

[ আরও পড়ুন: জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিলেন শোভন-বৈশাখী ]

শোভনের পদ্ম শিবিরে যোগদানের পরই আক্রমণ শানিয়েছেন রত্না চট্টোপাধ্যায়৷ কলকাতার প্রাক্তন মেয়রের স্ত্রী জানান, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ওঁর উত্থান৷ তাঁর হাত ধরেই রাজনীতিতে আসা৷ তাঁর দয়াতেই কাউন্সিলর, মন্ত্রী ও মেয়র হওয়া৷ ২৩ বছর ধরে আমি ওর সঙ্গে সংসার করেছি৷ আমাকে ছেড়ে যখন ও চলে যায়, তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছেন৷ দিদি ওকেও বারবার বলেছিলেন, ফিরে আসতে৷ কিন্তু উনি আসেননি৷ তৃণমূলে উনি অনৈতিক কাজের সমর্থন পাচ্ছিলেন না, বিজেপিতে পেয়েছেন, তাই গিয়েছেন৷’’ এখানেই শেষ নয়, একযোগে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন শোভনবাবুর স্ত্রী৷ সাফ জানান, ‘‘তৃণমূলের কোনও মিটিং, মিছিলে আমি বৈশাখীকে দেখিনি৷ বিজেপি নিয়েছে, সেটা ওদের ব্যাপার৷ বৈশাখী সম্পর্কে মুখ খোলার মানসিকতা আমার নেই৷ ওকে দেখে যদি বিজেপি নেতারা মানসিক শান্তি পায়, তাহলে কিছু বলার নেই৷’’

The post ‘পঞ্চায়েতে তৃণমূলের রিগিংয়ের বিরোধিতা করেছিলাম’, বিজেপিতে যোগ দিয়ে বিস্ফোরক শোভন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement