shono
Advertisement

‘রাজনৈতিক পালাবদলে এবার গোয়াও হারাবে বিজেপি’, হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

গোয়ার আঞ্চলিক দলগুলি ও এনসিপিকে নিয়ে জোট তৈরির চেষ্টা করছে শিব সেনা। The post ‘রাজনৈতিক পালাবদলে এবার গোয়াও হারাবে বিজেপি’, হুঁশিয়ারি সঞ্জয় রাউতের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:09 PM Nov 29, 2019Updated: 02:25 PM Nov 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রাজনৈতিক পালাবদলে মহারাষ্ট্রের পর এবার গোয়াও হারাবে বিজেপি।’ শুক্রবার হুঁশিয়ারির সুরে এই মন্তব্যই করলেন শিব সেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। বৃহস্পতিবার সন্ধেয় দাদারের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর সঙ্গে কংগ্রেস, এনসিপি ও শিব সেনা থেকে আরও ছ’জন মন্ত্রীও শপথ নেন। এরপরই রাজ্যজুড়ে আনন্দে মেতে ওঠেন তিনটি দলের নেতা, কর্মী ও সমর্থকরা। সবাই যখন রাত পর্যন্ত আনন্দ করে ক্লান্ত। তখন শুক্রবার সকালে উঠেই মুম্বইয়ে গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই ও তাঁর দলের তিন বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি।আর তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোয়ায় মিরাকেল হতে চলেছে বলেও জানান। যার ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বিজেপি। গোয়ার দিকে সতর্ক দৃষ্টি নজর রাখছে তারা।

Advertisement

[আরও পড়ুন: চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন, তেলেঙ্গানায় নির্ভয়া কাণ্ডের ছায়া]

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত দাবি করেন, ‘গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই ও তাঁর দলের তিন বিধায়ক শিব সেনার সঙ্গে যোগাযোগ রেখেছে। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভিলকারের সঙ্গেও আমার কথা হয়েছে।গোয়ার সরকারে আছে এরকম কয়েকজন বিধায়কের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।’

গোয়াতে বিজেপি অনৈতিকভাবে সরকার গঠন করেছেও বলে অভিযোগ করেন তিনি। বলেন, ‘গোয়ায় অনৈতিকভাবে সরকার গঠন করা হয়েছে। তাই কংগ্রেস-সহ ওই রাজ্যের বিভিন্ন দলের সঙ্গে একটি জোট তৈরির পরিকল্পনা নিয়েছি আমরা। খুব তাড়াতাড়ি বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হবেন সবাই।গোয়াতেও দ্রুত মিরাকেল ঘটবে বলে আমরা আশাবাদী।’

[আরও পড়ুন: ‘মধ্যপ্রদেশে পা রাখলে পুড়িয়ে মারব’, সাধ্বী প্রজ্ঞাকে খুনের হুমকি কংগ্রেস বিধায়কের]

সঞ্জয় রাউতের সুরেই গোয়ায় বিজেপির সরকার ফেলে দেওয়ার হুমকি দেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সারদেশাইও। তিনি বলেন, ‘মহারাষ্ট্রের পুনরাবৃত্তি গোয়াতেও করার চেষ্টা করছি আমরা। একটি আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে আমাদের মনে হয়, মহারাষ্ট্রে যা হয়েছে তা ভারতের অন্য জায়গাতেও সম্ভব। তাই আমরা শিব সেনা, এনসিপি ও অন্য দলগুলির সঙ্গে শক্তিশালী জোট তৈরির চেষ্টা করছি।’

The post ‘রাজনৈতিক পালাবদলে এবার গোয়াও হারাবে বিজেপি’, হুঁশিয়ারি সঞ্জয় রাউতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement