shono
Advertisement

Breaking News

নবনীতার পর জীবনে ‘আরেক প্রিয়’র ছুটি! বিদায়বেলায় চোখে জল জিতু কমলের

কাকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ অভিনেতা?
Posted: 07:50 PM Sep 13, 2023Updated: 07:50 PM Sep 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্কের সমীকরণের বদল জীবনের একেকটা পর্যায়ে আসতেই থাকে। কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি? তা কোনও ব্যক্তির পক্ষেই সুখকর নয়। জীবনের ঠিক এমনই একটি মোড়ে এসে পৌঁছেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)। নবনীতা দাসের (Nabanita Das) পর ‘আরেক প্রিয়’র ছুটি হল তাঁর জীবন থেকে।

Advertisement

‘প্রাক্তন’ নবনীতা দাস বর্তমানে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। বিবাহ বিচ্ছেদের কষ্টকে সঙ্গী করেই নতুন অধ্যায় শুরু করেছেন নিজের শর্তে। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তা বেশ বোঝা যায়। এবার জিতু কমলের পোস্টে ফের মন খারাপের খবর। ৬ বছরের সঙ্গীকে বিদায় জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে উঠলেন অভিনেতা।

ঠিক কী ঘটেছে? আসলে গত ছয় বছর ধরে জিতু কমল যে গাড়িটি ব্যবহার করছিলেন। সেই বাহনকেই সম্প্রতি বিক্রি করে দিলেন। কত স্মৃতি বিজড়িত সেই গাড়ি। বুধবার একরাশ মনখারাপ নিয়ে জিতুর পোস্ট, “আমার আরেক প্রিয়’র ছুটি হল। অনেক ওঠাপড়ার সাক্ষী ছিল এই লাল ষাঁড়। বহু রাতের আশ্রয়ও ছিল আমার ৭২৭২। আজ, মিলিয়ে যাওয়ার সময় সত্যিই চোখটা চিকচিক করে উঠেছিল। কেন? তা লিখে বা বলে বোঝাতে অক্ষম বন্ধু। ছোট্ট ছিল, কিন্তু বড্ড আপন ছিল।” জিতুর সেই পোস্টেই অনুরাগীদের কেউ কেউ ভরসা জুগিয়েছেন। কেউ বলছেন, “পুরনো গেলেই তো নতুন আসবে।” আবার কারও মন্তব্য, “মনখারাপ করবেন না প্লিজ।”

[আরও পড়ুন: ‘উনি হয়তো সন্ত্রাসের সমর্থক’, ধর্ম তুলে নাসিরুদ্দিন শাহকে খোঁচা বিবেক অগ্নিহোত্রীর]

প্রসঙ্গত, নবনীতার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জীবনটা অল্প হলেও বদলেছে অভিনেতা জিতু কমলের। অন্তত, তার ফেসবুকের নানা পোস্ট থেকে এমনটাই আন্দাজ করা যায়। গত ২৯ জুন সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন নবনীতা দাস (Nabanita Das)। টলিউডের এই মিষ্টি জুটির দাম্পত্য ভাঙার খবরে নেটপাড়ায় চর্চার অন্ত নেই! বিয়ে ভাঙার খবর দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে যাচ্ছেন জিতু-নবনীতা। এবার বিচ্ছেদের উত্তাল সময়ে আরেক উপলব্ধির কথা জানালেন অভিনেতা।

[আরও পড়ুন: ‘জওয়ান’-এর নতুন প্রোমোর রগরগে সংলাপের নেপথ্যে ঋতাভরী, বড় সার্টিফিকেট ‘বাপ’ শাহরুখের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement