shono
Advertisement

Breaking News

‘পদ্মাবতী’র পর এবার হিন্দু সংগঠনের রোষের মুখে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’

শোনা যাচ্ছে, তারা বদ্রীনাথ নাম পাল্টে শুধু বদ্রী রাখার পরামর্শও দিয়েছে সিবিএফসি-কে৷ The post ‘পদ্মাবতী’র পর এবার হিন্দু সংগঠনের রোষের মুখে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:10 PM Feb 10, 2017Updated: 02:14 PM Feb 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয়পুরে ‘পদ্মাবতী’ ছবির শুটিং করতে গিয়ে তীব্র বিপাকে পড়তে হয়েছিল বলিউড পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে৷ ছবিতে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে৷ রানি পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরা হচ্ছে সেখানে৷ এমন দাবি তুলে ছবির সেটে ভাঙচুর চালিয়েছিল কর্ণি সেনা৷ এমনকী প্রতিবাদী ওই হিন্দু সংগঠনের সদস্যের হাতে থাপ্পড়ও খেতে হয়েছিল বিখ্যাত এই পরিচালককে৷ গোটা ঘটনায় বিতর্কের ঝড় উঠেছিল৷ এবার ফের এমনই এক হিন্দু দলের রোষের মুখে পড়ল বলিউডের আরেকটি আপকামিং ছবি৷

Advertisement

(কোবরার সঙ্গে ভিডিও পোস্ট করে গ্রেপ্তার জনপ্রিয় অভিনেত্রী)

সূত্রের খবর, পরিচালক শশাঙ্ক খৈতানের ছবি ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ ছবিটির নামকরণ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে এক হিন্দু সংগঠন৷ একটি ইংরাজি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওই হিন্দু সংগঠন ইতিমধ্যেই সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে একটি চিঠি জমা দিয়েছে৷ যেখানে ছবির নামে বদ্রীনাথ শব্দটি ব্যবহারের বিরোধিতা করা হয়েছে৷ সংগঠনের দাবি, বদ্রীনাথ হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান৷ ভগবান শিব ও লক্ষ্মীর দর্শনে হাজার হাজার মাইল দূর থেকে প্রতিবছর এই স্থানে ভিড় জমান ভক্তরা৷ অথচ ছবিতে বদ্রীনাথের চরিত্রে একজন যুবকের প্রেম-ভালবাসার কাহিনি তুলে ধরা হয়েছে৷ যা কোনওভাবেই মেনে নিতে পারছে না হিন্দু সংগঠনটি৷ আর তাই প্রতিবাদে শামিল হয়েছেন সংগঠনের সদস্যরা৷

(বাঙালি পরিচালকের সৌজন্যে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা!)

ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে৷ তাঁর বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট৷ শোনা যাচ্ছে, তারা বদ্রীনাথ নাম পাল্টে শুধু বদ্রী রাখার পরামর্শও দিয়েছে সিবিএফসি-কে৷ চলতি বছর ১০ মার্চ ছবিটি মুক্তি পাওয়ার কথা৷ পুরোদমে চলছে ছবির প্রচারও৷ এবার হিন্দু সংগঠনটির এমন দাবিতে নাম পরিবর্তন হলে, বিপাকে পড়তে পারে ছবির ইউনিট৷ সবমিলিয়ে চলচিত্র ঘিরে উগ্রহিন্দুত্ববাদে বেশ বিরক্ত বলিউড৷

(বিগ বসে আমার সঙ্গে দুর্ব্যবহারের জন্যই ভূমিকম্প হয়েছে: স্বামী ওম)

The post ‘পদ্মাবতী’র পর এবার হিন্দু সংগঠনের রোষের মুখে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement