সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টি-টোয়েন্টিতে খানিকটা অপ্রত্যাশিতভাবেই দলে সুযোগ পেয়েছিলেন পারভেজ রসুল। আর সেদিনই বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। জম্মু ও কাশ্মীরের ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সাধারণতন্ত্র দিবসে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তিনি চুইংগাম চিবোচ্ছিলেন। জাতীয় টেলিভিশনে সেই ছবি ধরা পড়ার পরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সমালোচনার ঝড় ওঠে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল আরেকটি ভিডিও। যেখানে জাতীয় সঙ্গীতের অবমাননা করতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
(জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে)
ভিডিও ফুটেজটিতে ২০০৩ বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তের ছবি ধরা পড়েছে। যেখানে দু’দলের ক্রিকেটাররা নিজেদের দেশের জাতীয় সঙ্গীতে গলা মেলাচ্ছেন। আর সেখানেই দেখা যাচ্ছে, জাতীয় সঙ্গীত চলাকালীন প্রাক্তন ভারত অধিনায়ক চুইংগাম চিবোচ্ছিলেন। এবং বিষয়টি আরও নজরে পড়ে, কারণ অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরুর ঠিক আগেই অজি অধিনায়ক পন্টিং নিজের মুখের চুইংগামটি ফেলে দেন। যদিও সে সময় এ নিয়ে কোনও বিতর্ক তৈরি হয়নি। সেবার সৌরভের টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল পন্টিংবাহিনী।
(ছয় বলে ৬ উইকেট! বল হাতে বাইশ গজের নয়া ‘যুবরাজ’ ক্যারি)
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সৌরভ ভক্তদের দাবি, জাতীয় সঙ্গীত শুরুর আগের মুহূর্তে তাঁকে চুইংগাম চিবোতে দেখা গিয়েছে, গান চলাকালীন নয়। অনেকে বলছেন, নেতা এবং ব্যাটসম্যান হিসেবে যিনি ভারতীয় দলকে সাফল্যে ভরিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে কোনও সমালোচনা শোভা পায় না। আবার অনেকের মতে, জাতীয় সঙ্গীত অবমাননার অধিকার কোনও ক্রিকেটারেরই নেই। সব মিলিয়ে, রসুল কাণ্ডের পর সৌরভের ভিডিও নিয়ে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।
The post জাতীয় সঙ্গীতের অবমাননা! সৌরভের ভিডিও ঘিরে এবার বিতর্ক নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.