স্টাফ রিপোর্টার : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স- চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হয়েছে এই দুটি নতুন বিষয়। চলতি শিক্ষাবর্ষের জন্য বিষয়গুলির পাঠ্যক্রম থেকে অল্পকিছু অংশ বাদ রাখা হয়েছে, জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নতুন দুই বিষয়ের পূর্ণাঙ্গ পাঠ্যক্রম ও ধরন আগেই প্রকাশ করে দেওয়া হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সোমবার সংসদ সচিব প্রিয়দর্শিনী মল্লিকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয় দু’টির একাদশ শ্রেণির পাঠ্যক্রমে কিছু সংশোধন করা হয়েছে এবং সংশোধিত পাঠ্যক্রম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ওইদিনই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে সংসদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষরিত নতুন বিজ্ঞপ্তিতেই স্পষ্ট করা হয় চলতি শিক্ষাবর্ষের জন্য পাঠ্যক্রমে সংশোধনের বিষয়টি।
[আরও পড়ুন: দুর্ঘটনায় ক্ষতবিক্ষত পা, বিরল অস্ত্রোপচারে শিশুর প্রাণ রক্ষা করল এসএসকেএম]
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু আগেই এই দুই বিষয়ের পাঠ্যক্রম ও প্রশ্নপত্রের ধরন আপলোড করা হয়েছিল, তাই সংশোধিত পাঠ্যক্রম ও প্রশ্নপত্রের ধরনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই চলতি শিক্ষাবর্ষের জন্য নতুন করে আপলোড করা সংশোধিত পাঠ্যক্রমই অনুসরণ করতে বলা হয়েছে শিক্ষক, পড়ুয়াদের। এদিকে বাজারে অমিল ছিল উচ্চমাধ্যমিক স্তরের নতুন দুই বিষয়ের স্টাডি মেটিরিয়াল তথা পাঠ্যবই। তাই পড়ুয়াদের স্বার্থে সোমবারই দুটি বিষয়ের স্টাডি মেটিরিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র ইংরেজি স্টাডি মেটিরিয়াল আপলোড করা হয়েছে। শীঘ্রই বাংলাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্সের স্টাডি মেটিরিয়াল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সংসদের। লেট ফাইন ছাড়া একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়িয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশনের ফর্ম ফিলাপ করা যাবে। নির্ধারিত দিনের মধ্যে প্রয়োজনীয় ফি জমা করতে বলা হয়েছে স্কুলগুলিকে। অন্যথায় নেওয়া হবে লেট ফাইন।