shono
Advertisement

Breaking News

শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১

আম্মার রাজপাটের দুই উত্তরসূরির ক্ষমতার লড়াই রাতের ঘুম কেড়ে নিয়েছে বিধায়কদের৷ The post শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM Feb 09, 2017Updated: 05:52 AM Feb 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেয়ানে-সেয়ানে যুদ্ধ চলছে৷ দুই পক্ষই নিজেদের শক্তি প্রদর্শন করে ক্ষমতা ধরে রাখতে বদ্ধ পরিকর৷ কেউ কাউকে একচুলও জমি ছাড়বেন না৷ কিন্তু প্রয়াত আম্মার রাজপাটের দুই উত্তরসূরির ক্ষমতার লড়াই রাতের ঘুম কেড়ে নিয়েছে তামিলনাড়ুর শতাধিক বিধায়কের৷ যাঁদের জোরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন চিনাম্মা শশীকলা৷ আবার ইস্তফা দেওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ ফিরে পাওয়ার আশা রাখছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম৷

Advertisement

মোদির ‘বর্ষাতি’ মন্তব্যকে নিম্নস্তরের বললেন রাহুল

এদিকে দুই মহারথীর লড়াইয়ের মধ্যে পড়ে উলুখাগড়ার মতো অবস্থা ১৩১ জন বিধায়কের৷ বৃহস্পতিবারই রাজ্যপাল সি বিদ্যাসাগর রাওয়ের সামনে শশীকলার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার কথা৷ যা এই ১৩১ জন বিধায়ক ছাড়া কোনওভাবেই সম্ভব নয়৷ বিদ্রোহী পন্নিরসেলভমের আবার দাবি করে বসে আছেন, অধিকাংশ বিধায়কই তাঁর পক্ষে৷ তাঁকে সমর্থন জানিয়েছেন কমল হাসানের মতো ব্যক্তিত্বরাও৷ এর জেরেই চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছেন চিনাম্মা৷

তবে কি সত্যিই ‘চক দে’ কন্যার প্রেমে পড়েছেন এই প্রাক্তন ক্রিকেটার?

জানা গিয়েছে, বুধবার বিকেলেই ১৩১ জন বিধায়ককে নিয়ে গোপন বৈঠকে বসেন শশীকলা৷ এরপর তাদের একটি লাক্সারি বাসে করে গোপন স্থানে নিয়ে যাওয়া হয়৷ সূত্রের খবর, সেই স্থানটি হল শশীকলার পয়েজ গার্ডেনের হাই প্রোফাইল রেসিডেন্স৷ সেখানেই কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বিধায়কদের৷ কিন্তু এর মধ্যেই এসপি শানমুগণথন নামে এক বিধায়ক বাথরুমে যাওয়ার নাম করে পালিয়ে গিয়েছেন৷ শোনা গিয়েছে, পন্নিরসেলভমের প্রতি আনুগত্য রয়েছে তাঁর৷

মুসলিমদেরও ‘ভারত মাতা’র পুজো করা উচিত: মোহন ভাগবত

The post শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement