shono
Advertisement

‘আম্মা’অসুস্থ শুনেই মৃত্যু দলীয় কর্মীর

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তামিলনাড়ুর গভর্নরকে টেলিফোনে আশ্বাস দিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ The post ‘আম্মা’ অসুস্থ শুনেই মৃত্যু দলীয় কর্মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 04:45 PM Dec 05, 2016Updated: 11:21 AM Dec 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভরতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এই খবর শুনেই প্রাণ হারালেন এক এআইডিএমকে কর্মী৷ সংবাদসংস্থা সূত্রে খবর, গতকাল রাতে ‘আম্মা’র অসুস্থতার খবর পেয়ে  কুদ্দালোর জেলায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ওই দলীয় কর্মী৷

Advertisement

‘আম্মা’কে ঘিরে বাড়ছে রহস্য, হাসপাতালের বাইরে মোতায়েন আধাসেনা 

অন্যদিকে, আম্মার শারীরিক পরিস্থিতির অবনতি হতেই আবেগজনিত বিস্ফোরণের আশংকায় গোটা রাজ্যজুড়ে চাপা উত্তেজনা ও অদ্ভুত নীরবতা বিরাজ করছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তামিলনাড়ুর গভর্নরকে টেলিফোনে আশ্বাস দিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র৷ রাজ্যের গভর্নর ও মুখ্যসচিবকে ফোন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুও৷ মুখ্যমন্ত্রীর খোঁজ নিয়েছেন নায়্ডু৷ চেন্নাই অ্যাপোলোতে অসুস্থ আম্মা’কে দেখে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাধাকৃষ্ণণ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আশ্বাস দিয়েছেন, তামিলনাড়ু প্রশাসন ও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রেখে চলেছে কেন্দ্র৷ দিল্লি এইমস থেকে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল পৌঁছে গিয়েছে চেন্নাইতে৷

অন্যদিকে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেজন্য সিআরপিএফের ডিজি দুর্গাপ্রসাদকে এবং কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ডিজি ও পি সিংকে চেন্নাইয়ের পরিস্থিতির উপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ চেন্নাই অ্যাপোলো হাসপাতালের সামনে প্রিয় ‘আম্মা’র খবর জানতে অনুরাগীদের ভিড়। হাসপাতালের বাইরে মোতায়েন রয়েছে ন’কোম্পানি র‌্যাফ। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীকে সুস্থ করে তুলতে চেষ্টার কোনও ত্রুটি রাখা হচ্ছে না।

জয়ললিতার শারীরিক অবস্থার আরও অবনতি, প্রার্থনায় অনুগামীরা

The post ‘আম্মা’ অসুস্থ শুনেই মৃত্যু দলীয় কর্মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement