shono
Advertisement

Breaking News

অবতরণের সময় বহুতলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা যাত্রীদের

দুর্ঘটনার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা৷ The post অবতরণের সময় বহুতলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা যাত্রীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 07:34 PM Nov 29, 2018Updated: 07:34 PM Nov 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় বিমানবন্দরে থাকা একটি ভবনে বিমানের বাঁ দিকের ডানার ধাক্কা৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান৷ স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরের ঘটনা৷  ওই বিমানে যাত্রী ছিলেন ১৭৯জন৷ প্রত্যেক যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে৷ তবে ক্ষতি হয়েছে বিমানটির৷

Advertisement

[পাকিস্তানের মাটিতে খলিস্তানপন্থী নেতার সঙ্গে সিধুর ছবি, তীব্র সমালোচনা বিজেপির]

এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ওই বিমানটি দিল্লি থেকে স্টকহোমে যাচ্ছিল৷ স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিট নাগাদ এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে ঢোকে৷ সেই সময় বিমানের বাঁ দিকের ডানা ধাক্কা দেয় বিমানবন্দরে মধ্য অবস্থিত একটি ভবনে৷ স্টকহোম বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে ৫০ মিটারের মধ্যে দুর্ঘটনাটি ঘটে৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ তড়িঘড়ি পুলিশ এবং দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায়৷ বিমানটিকে ঘিরে ফেলেন তাঁরা৷ দুর্ঘটনার সময় বিমানে ছিলেন ১৭৯জন যাত্রী৷ আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ একে একে প্রত্যেক যাত্রীকে দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে নামিয়ে আনা হয়৷ কারও কোনও আঘাত লাগেনি৷ যাত্রী এবং বিমানের ক্রু-রা সুস্থ রয়েছেন৷ তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিমানটি৷

[এবার ব্রিটিশ মুদ্রায় দেখা যেতে পারে আচার্য জগদীশচন্দ্রের ছবি, কীভাবে জানেন?]

কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি৷ বিমানবন্দর কর্তৃপক্ষ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমান চালককে৷ এদিকে, সুস্থ থাকলেও এখনও আতঙ্ক কাটিতে উঠতে পারছেন না যাত্রীরা৷  

The post অবতরণের সময় বহুতলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা যাত্রীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement