shono
Advertisement
Michelle Obama

সংসার ভাঙছে ওবামা দম্পতির! বিতর্কে মুখ খুলে কী জানালেন মিশেল?

বারাক ওবামা কি প্রেম করছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে?
Published By: Biswadip DeyPosted: 07:48 PM Apr 10, 2025Updated: 07:48 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিস্টার অ্যান্ড মিসেস ওবামার ডিভোর্সের জল্পনা গত কয়েক মাস ধরেই তুঙ্গে। কয়েকদিন আগেই এই নিয়ে মুখ খোলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার মুখ খুললেন মিশেল ওবামা। একটি পডকাস্টে নিজেই এই বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি। স্বামীর মতোই ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গেই হোয়াইট হাউস ছাড়ার পর গত আট বছরে তাঁর জীবনধারায় যে পরিবর্তন তা নিয়েও মুখ খুলেছেন তিনি।

Advertisement

কয়েকটি অনুষ্ঠানে স্ত্রী মিশেলকে ছাড়া ওবামার উপস্থিতি গুঞ্জন বাড়িয়ে তুলেছিল। আর সেই প্রসঙ্গ উঠতেই তাঁর সাফ কথা, ''এমন সব সিদ্ধান্ত বহু বছর আগেই নিতে পারতাম। কিন্তু নিজেকে সেই স্বাধীনতা দিইনি। আমি আমার বাচ্চাদের তাদের নিজস্ব জীবনযাপন করতে দিয়েছি। সম্ভবত এই বিষয়টিকে অজুহাত হিসেবেই ব্যবহার করেছি।'' সেই সঙ্গেই তিনি জানিয়েছেন এই সময়ে তিনি নিজেকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ''আমরা মহিলারা মানুষকে অসন্তুষ্ট করতে চাই না। আর তাই আমি কোনও সিদ্ধান্ত নিতে গেলেই লোকেরা ধরে নেয় আমি আর আমার স্বামী বিচ্ছেদের রাস্তায় হাঁটছি।''

সেই আটের দশকে আইন কলেজে পড়ার সময় থেকে বারাক ও মিশেলের পরিচয়, প্রেম। নয়ের দশকে বিয়ে করেন তাঁরা। দুই মেয়ে মালিয়া, সাশাকে নিয়ে সুখী দাম্পত্য ছিল ওবামার। ২০০৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট হন তিনি। পরপর দু’বার সেই পদে ছিলেন। দ্বিতীয় দফায় তাঁর সামনে বহু চ্যালেঞ্জ ছিল। তারই দোসর হয়ে উঠেছিল মিশেলের সঙ্গে সম্পর্কে শৈত্য। এমন নাকি পরিস্থিতি তৈরি হয়েছিল যে দু’জনে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তই প্রায় নিয়ে ফেলেছিলেন। এত বছর পর ফের বারাক-মিশেলের সম্পর্কে ওঠাপড়ার ইঙ্গিতে উঠে আসছে পুরনো প্রসঙ্গ। শোনা যাচ্ছিল, নামী হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি বারাক ওবামা কার্যত কবুল করেন, প্রেসিডেন্ট থাকাকালীন দাম্পত্য জীবনে অত্যন্ত সংকট তৈরি হয়েছিল। তবে ডিভোর্সের গুঞ্জন উড়িয়েছেন তিনি। একই ভাবে তা ওড়ালেন মিশেলও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিস্টার অ্যান্ড মিসেস ওবামার ডিভোর্সের জল্পনা গত কয়েক মাস ধরেই তুঙ্গে।
  • কয়েকদিন আগেই এই নিয়ে মুখ খোলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার মুখ খুললেন মিশেল ওবামা।
  • একটি পডকাস্টে নিজেই এই বিষয়ে বক্তব্য রেখেছেন তিনি। স্বামীর মতোই ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
Advertisement