shono
Advertisement

টেক অফের আগেই পাঁচিলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা ১৩৬ যাত্রীর

কীভাবে ঘটল দুর্ঘটনা? The post টেক অফের আগেই পাঁচিলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা ১৩৬ যাত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:34 PM Oct 12, 2018Updated: 12:34 PM Oct 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেলেন এয়ার ইন্ডিয়া বিমানের ১৩৬ জন যাত্রী৷ তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমান বন্দরে টেক অফের সময় দেওয়ালে ধাক্কা খেয়ে বিপত্তি এয়ার ইন্ডিয়া বিমানের৷ বড়সড় দুর্ঘটনা না ঘটলেও বিমানের ধাক্কায় বন্দর লাগোয়া দেওয়াল ভেঙে পড়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে৷  

Advertisement

[রাতারাতি উধাও গোয়ার বেশ কয়েকটি সমুদ্র সৈকত!]

জানা গিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৩৬ জন যাত্রী নিয়ে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি বিমানবন্দরে টেক অফ করে৷ অভিযোগ, সম্ভবত চালকের ভুলে টেক অফের সময় কন্ট্রোল রুমের পাঁচিলে ধাক্কা মারে বিমানটি৷ বিমানের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কন্ট্রোল রুমের পাঁচিল৷ ঘটনায় কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিমানটির প্রচুর ক্ষতি হয়েছে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে৷ দুর্ঘটনামাত্রই তড়িঘড়ি যাত্রীদের বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হয়৷

 

[আম্বানির সঙ্গে চুক্তিতে বাধ্য হয়েছিল দাসাল্ট, রাফালে ইস্যুতে চাঞ্চল্যকর মোড়]

এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ত্রিচি থেকে দুবাই যাওয়ার জন্য ১৩৬ জন যাত্রীকে নিয়ে রওনা হয় বিমানটি৷ কিন্তু, হঠাৎই বিমানে ত্রুটি দেখা দেয়৷ উড়ানের সময় পাইলট অথবা সিগনালিংয়ের ভুলে দুর্ঘটনায় পড়ে বিমানটি৷ টেক অফের সময় দেওয়ালে ধাক্কা মারে৷ এর জেরে বিমানটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ পরে মুম্বই থেকে পৃথক একটি বিমানের ব্যবস্থা করিয়ে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয় বলে জানা গিয়েছে৷  

এদিনের এই ঘটনার পর ত্রিচি থেকে বিমানটিকে মুম্বইয়ে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে৷ কী কারণে এই দুর্ঘটনা? তা জানতে শুরু হয়েছে তদন্ত৷ আপাতত ওই বিমানের পাইলট ও কো-পাইলটকে সরিয়ে দেওয়া হয়েছে৷

The post টেক অফের আগেই পাঁচিলে ধাক্কা বিমানের, অল্পের জন্য রক্ষা ১৩৬ যাত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement