অরিজিৎ গুপ্ত, হাওড়া: জাতীয়স্তরের শুটারের রহস্যমৃত্যু। হাওড়ার (Howrah) বালিতে যে হস্টেলে থাকতেন সেখান থেকেই উদ্ধার হয়েছে কণিকা লায়েকের ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেহের পাশ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে খবর।
আদতে ধানবাদের বাসিন্দা কণিকা লায়েক। ছোটবেলা থেকেই খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ ছিল তরুণীর। ২০২০ সালের জানুযায়ি মাসে ঝাড়খণ্ডে রাজ্যস্তরের শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। জিতেছিলেন সোনা ও রূপার পদক। তারপর দামি রাইফেল কেনার ইচ্ছে থাকলেও তা করতে পারেননি। সেই সঙ্গে প্রত্যাশা মতো কেরিয়ারে সাফল্য না পাওয়ায় অবসাদে ভুগছিলেন কণিকা। বর্তমানে হাওড়ার বালিতে হোস্টেলে থাকতেন তিনি।
[আরও পড়ুন: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নির্জন জায়গায় ডেকে চুম্বনের পর প্রেমিককে গুলি তরুণীর!]
বুধবার হস্টেলের দোতলার ঘর থেকে উদ্ধার হয় কণিকার ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। দেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, খেলাধুলোয় আশানুরূপ ফল না পাওয়ার অবসাদ থেকেই এই চরম সিদ্ধান্ত বলেই সুইসাইড নোটে দাবি করেছেন কণিকা।
জানা গিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই বিয়ে হওয়ার কথা ছিল কণিকার। তা নিয়ে কোনও সমস্যাও ছিল না। ফলে প্রাথমকিভাবে মনেকরা হচ্ছে, কেরিয়ার নিয়ে অবসাদের কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন কণিকা। এ বিষয়ে মৃতের পরিবার ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। কান্নায় ভেঙে পড়েছেন কণিকার পরিবারের সদস্যরা।