shono
Advertisement

Breaking News

জিওকে টেক্কা দিতে এবার আসরে এয়ারটেল, আকর্ষণীয় প্ল্যান ঘোষণা সংস্থার

জেনে নিন কী কী অফার দিচ্ছে কোম্পানি। The post জিওকে টেক্কা দিতে এবার আসরে এয়ারটেল, আকর্ষণীয় প্ল্যান ঘোষণা সংস্থার appeared first on Sangbad Pratidin.
Posted: 07:16 PM Aug 22, 2019Updated: 07:16 PM Aug 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি গ্রাহকদের জন্য আকর্ষণীয় ‘রিলায়েন্স জিও ফাইবার’ পরিষেবা চালুর কথা ঘোষণা করেছে জিও। এবার তাদের টেক্কা দিতে আসরে নামল এয়ারটেল। বাজার ধরতে এয়ারটেলের ভি-ফাইবার ব্রডব্র্যান্ড প্ল্যান প্রকাশ্যে আনল এই টেলিকম সংস্থা। এয়ারটেল ব্রডব্র্যান্ড ইউজাররা পাবেন অতিরিক্ত এক হাজার জিবি পর্যন্ত ডেটা৷ তাও আবার বিনামূল্যে৷

Advertisement

[আরও পড়ুন: সুইগি-জোম্যাটোকে জোর টক্কর দিতে এবার খাবার ডেলিভারি পরিষেবায় আমাজন]

জিওর তৃতীয় প্রতিষ্ঠা দিবসে রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে চালু হবে তাঁদের নয়া পরিষেবা৷ মাত্র ৭০০ টাকার বিনিময়েই ঘরে ঘরে পৌঁছে যাবে কেবল, ফোন এবং ইন্টারনেট পরিষেবা৷ গত মাসে এয়ারটেল নিজেদের ব্রডব্র্যান্ড পরিষেবায় কিছু পরিবর্তন আনে এয়ারটেলও। যেখানে বেসিক প্ল্যানের মূল্য ধার্য হয় ৭৯৯ টাকা। এন্টারটেনমেন্ট এবং প্রিমিয়াম প্ল্যানের মূল্য যথাক্রমে ১০৯৯ এবং ১৫৯৯ টাকা। ১৯৯৯ টাকার বিনিময়ে মিলবে ভিআইপি প্ল্যান। শেষ প্ল্যানটিতে আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহকরা। তবে এর সঙ্গে এক হাজার জিবি অতিরিক্ত ডেটার সুবিধা পাওয়া যাবে না। ভি-ফাইবারে অতিরিক্ত এই ডেটা পরিষেবার মেয়াদ ছ’মাস।

যাঁরা ইতিমধ্যেই বেসিক প্ল্যানটি ব্যবহার করছেন, তাঁরা প্রতি মাসে একশো জিবি অতিরিক্ত
ডেটা পান। যার স্পিড ৪০ এমবিপিএস। এছাড়াও গোটা দেশে যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এরই সঙ্গে অফার হিসেবে অতিরিক্ত ২০০ জিবি ডেটা দিচ্ছে কোম্পানি। যার মেয়াদ ছ’মাস। ১০৯৯ টাকার ভি-ফাইবার এন্টারটেনমেন্টে গ্রাহক মাস পিছু পান ৩০০ জিবি। নতুন অফারে ছ’মাসের জন্য ৫০০ জিবি ডেটা পাবেন তাঁরা। ১৫৯৯ টাকার প্রিমিয়ার প্ল্যান যাঁরা ব্যবহার করবেন তাঁরা মাসে ৬০০ জিবি ডেটার পাশাপাশি অফার হিসেবে পাবেন এক হাজার জিবি বোনাস ডেটা। তারও মেয়াদ ছ’মাস। এখানেই শেষ নয়, একটি ওটিটি প্ল্যাটফর্মে বিনামূল্যে সাবস্ক্রিপশনের পাশাপাশি এয়ারটেলের সৌজন্যে আমাজন প্রাইমের ১২ মাসের সাবস্ক্রিপশনও পাবেন গ্রাহকরা। তাদের নতুন
ঘোষণায় যে দুই টেলিকম জায়ান্টের মধ্যে জোরদাম লড়াই শুরু হবে, তা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: এবার ফেসবুক-হোয়াটসঅ্যাপের সঙ্গেও লিংক করতে হবে আধার কার্ড!]

The post জিওকে টেক্কা দিতে এবার আসরে এয়ারটেল, আকর্ষণীয় প্ল্যান ঘোষণা সংস্থার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার