shono
Advertisement

কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের

'এক দেশে দুই সংবিধান হতে পারে না।' The post কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:27 PM Sep 05, 2018Updated: 06:27 PM Sep 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবিধানের ৩৫এ ধারার বিপক্ষে এবার মুখ খুললেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানালেন, একই দেশে দুটি আলাদা সংবিধান হতে পারে না। যারা জম্মু-কাশ্মীরে এই ধরনের সংবিধানের দাবি জানান তাঁরা বিকারগ্রস্ত৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা হবে না৷ সংবিধানের ৩৫এ ধারায় জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার বিষয়টি বলবৎ রয়েছে৷ যার বিরোধিতা করে বর্তমানে মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ এমত পরিস্থিতিতে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল৷

Advertisement

[আজও অটুট গুরু-শিষ্যের সম্পর্ক, দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস]

সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে একটি বই প্রকাশ অনুষ্ঠানে মঙ্গলবার উপস্থিত হন অজিত দোভাল৷ শ্রদ্ধা জানান দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে৷ স্মরণ করেন দেশের অখণ্ডতা বজায় রাখতে সর্দার প্যাটেলের অবদানকে৷ জানান, ব্রিটিশরা দেশ ছেড়েছে৷ কিন্তু ভারতকে কখনই শক্তিশালী সার্বভৌম দেশ হিসাবে ছাড়তে চাননি তাঁরা৷ তাঁদের এই বিভেদের কৌশলকে বুঝতে পেরেছিলেন বল্লভ ভাই৷ তিনি বুঝতে পারেন, দেশ ভাঙার বীজ বপন করে যেতে চাইছেন ব্রিটিশরা৷ ফলে ভারতকে সার্বভৌম দেশ হিসাবে গড়ে তুলতে কাজ করে গিয়েছেন বল্লভভাই প্যাটেল৷ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, স্বাধীন ভারতের সকল নাগরিকের জন্যই সংবিধান রচিত হয়েছে৷ সেখানে সার্বভৌমত্বের কথা উল্লেখ রয়েছে৷ কিন্তু কেবলমাত্র জম্মু-কাশ্মীরের জন্য আলাদা সংবিধানকে একটা নীতিপঙ্গুতা বলে উল্লেখ করেন তিনি৷

[লাল ঝান্ডায় ছয়লাপ রাজধানী, ন্যূনতম বেতনের দাবিতে রাজপথে জনজোয়ার]

উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের জন্য প্রদত্ত সংবিধানের ৩৫এ ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয় দেশের শীর্ষ আদালতে৷ সংবিধানের ৩৫এ ধারার অনুযায়ী, জম্মু-কাশ্মীরের আইনসভা রাজ্যের স্থায়ী বাসিন্দা নির্বাচনের অধিকার পায়৷ সেই স্থায়ী নাগরিকরা বিশেষ সুযোগ-সুবিধা ও অধিকার ভোগ করেন৷ চাকরিক্ষেত্র, স্কলারশিপ ও জমি কেনার অধিকার থেকে বঞ্চিত হন অন্যান্যরা৷ এর বিরুদ্ধেই মামলা চলছে সুপ্রিম কোর্টে৷ যদিও এই আইনের পক্ষেই মত দিয়েছে উপত্যকার একটা বড় অংশ৷ কিন্তু এই ধারা বৈষম্যমূলক বলে দাবি করছেন মামলাকারীরা৷ গত, মাসের শেষের দিকে হয় এই মামলার শেষ শুনানি৷ সেখানে পিছিয়ে মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ৷ শীর্ষ আদালত জানায়, আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে মামলার পরবর্তী শুনানি৷

The post কোনও শর্তেই দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি দোভালের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement