সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হয়তো তিনিই একমাত্র পিতা, যিনি আসন্ন লোকসভা ভোটে অন্তর থেকে ছেলের পরাজয় কামনা করছেন। কংগ্রেসের (Congress) বহু যুদ্ধের ঘোড়া প্রবীণ নেতা একে অ্যান্টনি (AK Antony)। যদিও ছেলে অনিল আসন্ন ভোটে কেরলে (Kerala) বিজেপি (BJP) প্রার্থী। মঙ্গলবার কংগ্রেস নেতা বলেন, আশা করি নিজের কেন্দ্রে হারের মুখ দেখবে আমার ছেলে।
এদিন তিরুবন্তপুরমে সাংবাদিক সম্মেলন করেন প্রবীণ কংগ্রেস নেতা। বলেন, 'দক্ষিণ কেরল লোকসভায় হারাই উচিত ছেলের। ওই আসনের কংগ্রেস প্রার্থীর জয় কামনা করি।' এক সাংবাদিক জানান, ইদানীং কংগ্রেস নেতার ছেলেরা বিজেপিতে যোগ দিচ্ছেন। এই মন্তব্যকে 'ভুল' বলেন অ্যান্টনি। গেরুয়া নেতাকে ছেলের বিষয়ে প্রশ্ন করলে অ্যান্টনি জবাব দেন, 'কংগ্রেস আমার ধর্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে লাগাতার লড়াই চালাচ্ছে দল এবং রাহুল গান্ধী।'
[আরও পড়ুন: OMR-এর তথ্য না পেলে ২০১৪ সালের টেট বাতিলের হুঁশিয়ারি! CBI-কে কী নির্দেশ বিচারপতি মান্থার?]
সম্প্রতি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অভিযোগ করেন, জাতীয় ইস্যুগুলি নিয়ে চুপ রয়েছে কংগ্রেস। এই বিষয়ে অ্যান্টনি বলেন, 'আমি মনে করি না মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের অভিযোগকে সাধারণ মানুষ গুরুত্ব দেবে।' অ্যান্টনি আরও বলেন, 'ইন্ডিয়া জোট প্রতিদিন এগিয়ে যাচ্ছে, বিজেপি ক্রমশ নিচে নামছে। আমি মনে করি এবার আমাদের জন্য সরকার গঠনের সুবর্ণ সুযোগ রয়েছে।'