সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবকিছু ঠিকঠাক চললে অক্ষয়কুমার শুটিং করতে আসবেন রানিগঞ্জে। শুটিং হবে নভেম্বরের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে। ছবির নাম ‘ক্যাপসুল গিল’। পরিচালনায় টিনু সুরেশ দেশাই। যার অনেকটা অংশের শুটিং হয়ে গিয়েছে ইংল্যান্ডে। এই ছবিতে ১৯৮৯ সালের খনি এলাকার এক ভয়াবহ দুর্ঘটনার কথা উঠে আসবে। মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। হঠাৎ ধসের ফলে বহু শ্রমিক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধারকার্যে নেতৃত্ব দিয়েছিলেন যশবন্ত। এই ছবিতেই থাকবেন একজন বাঙালি অভিনেতা, অভিজিৎ লাহিড়ী। তিনি অক্ষয়ের সঙ্গে কয়েকটি ছবি করে ফেলেছেন ইতিমধ্যে। প্রথমটি ‘ফ্যামিলি’, দ্বিতীয়টি ‘বেলবটম’, তৃতীয় ছবি হতে চলেছে ‘ক্যাপসুল গিল’।
যেখানে আসানসোলের স্টেশন মাস্টারের চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিজিৎ লাহিড়ীকে। মুম্বই থেকে ফোনে ধরা দিলেন অভিনেতা, অভিজিৎ বলেন, ‘‘এই ছবিতে আমার ছোট রোল। তবে ‘বেলবটম’-এ অ্যাভিয়েশন মিনিস্টার ‘মিস্টার খান’-এর চরিত্রে ছিলাম। ওই ছবির ডিরেক্টর ছিলেন রঞ্জিত তিওয়ারি। শুটিংয়ে আমরা অনেকেই বাংলায় কথা বলতাম। তবে শুধু এই ছবি নয়, ২৭ ও ২৮ নভেম্বর মুম্বইয়ে ‘বান্দা’ ছবির শুটিং রয়েছে, যেখানে মনোজ বাজপেয়ী অন্যতম প্রধান চরিত্রে। আর আমিও একটা চরিত্রে রয়েছি। ‘বান্দা’-য় আমি রাম জেঠমালানির আদলে তৈরি একটি চরিত্রে অভিনয় করছি। তবে ‘ক্যাপসুল গিল’-এর শুটিং ডেট নিয়ে এক্ষুনি নিশ্চিত বলতে পারছি না, হয়তো রি-শিডিউল হতে পারে।”
[আরও পড়ুন: অর্জুনকে বিয়ে নয়, অন্য বিষয়ে রাজি! নতুন পোস্টে গুঞ্জনে ইতি টানলেন মালাইকা]
‘ক্যাপসুল গিল’-এ অক্ষয়, অভিজিৎ ছাড়াও রয়েছেন পরিণীতি চোপড়া, লঙ্কেশ ভরদ্বাজ, রাজেন্দ্রকুমার প্যাটেল, কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, মনোজ আনন্দ প্রমুখ রয়েছেন। ৩৭ বছর অভিজিৎ লাহিড়ী রাজ্যের বাইরে থাকলেও ঝরঝরে বাংলায় বললেন, ‘আমি এখনও মাছেভাতে বাঙালি-ই আছি।’ ১৯৮০ সালে এনএসডি থেকে পাস করেছিলেন, তারপর বহু ছবিতে ছোট-বড় চরিত্রে অভিনয় করেছেন। জানুয়ারিতে কলকাতায় এসে অ্যাক্টিং ওয়ার্কশপ করানোর ইচ্ছে রয়েছে তাঁর। তবে অক্ষয় কুমারের সঙ্গে কাজ তাঁর জন্য ভীষণ স্পেশাল, কারণ এই নিয়ে আক্কির সঙ্গে তিনটে কাজ হয়ে গেল অভিনেতার।
[আরও পড়ুন: কাশ্মীরের পর এবার করোনা টিকা! নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী]