shono
Advertisement
Oscars

এবিসি-র সঙ্গে অর্ধশতকের সম্পর্কে ইতি, এবার অন্য প্ল্যাটফর্মে 'অস্কার অ্যাওয়ার্ড সেরিমনি', দেখা যাবে কোথায়?

২০২৯ থেকে আগামী পাঁচ বছরের জন্য হচ্ছে এই চুক্তি।
Published By: Arani BhattacharyaPosted: 09:31 AM Dec 18, 2025Updated: 02:41 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনোদুনিয়ার কৌলিন্য ধরে রেখেছে যা যা কিছু তার মধ্যে এক এবং অন্যতম হল অস্কারের (Oscars) মতো অ্যাওয়ার্ড সেরিমনি। এবার তা পা রাখতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে।

Advertisement

১৯৭৬ সাল থেকে অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি আয়োজিত হয়ে আসছে পর্দায়। যা সম্প্রচার করে আসছে এবিসি। বুধবার 'অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস'-এর তরফে জানানো হয়েছে যে এবার এই সেই পথচলা থামতে চলেছে। একসময়ে হেভিওয়েট এই অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চ বলতেই মনে পড়ে যায় তারকাসমাগমের কথা। কিন্তু প্রযুক্তির যুগে সেই সব কিছুকে পিছনে ফেলে অস্কার এবার সম্প্রচারিত হবে ইউটিউবে।

২০২৯ থেকে আগামী পাঁচ বছরের জন্য হচ্ছে এই চুক্তি। আসলে প্রযুক্তির যুগে মানুষ সময় বেঁধে টিভির পর্দায় কোনও অনুষ্ঠান দেখা সম্ভব না। কনটেন্টের এই প্রাচুর্যে ও একইসঙ্গে সময়ের অভাবে মানুষ এখন মুঠোফোনেই পছন্দের যে কোনও কন্টেন্ট দেখে নিতে অভ্যস্ত হয়ে উঠেছে। সেই উপলব্ধি থেকেই কি নিয়মভঙ্গের পথে হাঁটল হলিউডের এই হেভিওয়েট অ্যাওয়ার্ড সেরিমনি? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে কয়েক বছর ধরে আভিজত্য কমেছে অস্কারেরও। প্রতি বছর কমেছে দর্শকের সংখ্যা। সেক্ষেত্রে এবিসির সঙ্গে প্রতি বছর বহু অর্থ বিনিময়ে চুক্তি করে খুব একটা লাভের মুখ দেখছিল না অ্যাকাডেমি। তাই জন্যই এই সিদ্ধান্ত বদলের চিন্তাভাবনা করা হয়। আগামীতে ইউটিউব অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনির হালে ঠিক কতটা পানি দেয় তাইই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিনোদুনিয়ার কৌলিন্য ধরে রেখেছে যা যা কিছু তার মধ্যে এক এবং অন্যতম হল অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি।
  • এবার তা রুপোলি পর্দা ছেড়ে পা রাখতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মে।
  • ১৯৭৬ সাল থেকে অস্কারের মতো অ্যাওয়ার্ড সেরিমনি আয়োজিত হয়ে আসছে রুপোলি পর্দায়। যা সম্প্রচার করে আসছে এবিসি।
Advertisement