shono
Advertisement

Breaking News

অভুক্ত শিশুদের সাহায্যে অক্ষয়-টুইঙ্কলের নয়া উদ্যোগ, বলিউডকে পাশে দাঁড়ানোর অনুরোধ

#WhyTheGap ক্যাম্পেনে যোগ দিতে অক্ষয় আমন্ত্রণ জানান ‘মিশন মঙ্গল’ টিমকে। The post অভুক্ত শিশুদের সাহায্যে অক্ষয়-টুইঙ্কলের নয়া উদ্যোগ, বলিউডকে পাশে দাঁড়ানোর অনুরোধ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Aug 21, 2019Updated: 07:15 PM Aug 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমাদের দেশে এখনও কত শিশু রয়েছে যাদের মাথার উপর স্থায়ী আস্তানা তো দূরের কথা, দু’বেলা দু’মুঠো ভাতও জোটে না কপালে। স্বাধীনতার ৭৩ বছর পরও ভারতবর্ষে পথশিশুদের সংখ্যাটা নেহাত কম নয়। পরিসংখ্যান বলছে, প্রায় ১১,৭২,৬০৪ শিশু এখনও খেতে পায় না। এক বেলা খেলে, আরেক বেলা থেকে যেতে হয় অভুক্ত। আর ঠিক সেই বিষয়টিই ভাবিয়ে তুলেছে অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্নাকে। যার জন্য সেসব শিশুদের সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে তারকা দম্পতি শুরু করেছেন একটি নতুন ক্যাম্পেন- #WhyTheGap ।

Advertisement

[আরও পড়ুন: মাথায় জোর আঘাত, বাথটবে রক্তাক্ত পরিণীতি, কেন এমন লুকে অভিনেত্রী!]

ক্যাম্পেনের শুরুয়াত করেন টুইঙ্কল খান্না। সোশ্যাল মিডিয়ায় তিনি যে বেশ সক্রিয়, তা ভালই টের পাওয়া যায়। যে কোনও গরম ইস্যুতে টুইঙ্কলকে একাধিকবার সরব হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যিনি কি না সরকারের সমালোচনা করতেও পিছপা হন না! বছর দুয়েক আগে স্যানিটারি ন্যাপকিনের উপর অতিরিক্ত কর চাপানোর জন্য মোদি সরকারের কঠোর সমালোচনা করেছিলেন।লোকসভা ভোট প্রচারকালে মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনীর পাখাযুক্ত ট্রাক্টর চালানোর ছবিও নজর এড়ায়নি অভিনেত্রী তথা লেখিকা টুইঙ্কল খান্নার। এবার ফের তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির তাঁর বার্তা নিয়ে। তবে অক্ষয়-ঘরনির এবারের উদ্বেগের কারণ দারিদ্র সীমারেখার নিচে থাকা শিশুরা।

মা সবসময়ে খেয়াল রাখতেন আমি যেন বাড়িতে বানানো পুষ্টিকর খাবার খাই। কিন্তু এই সৌভাগ্য দেশের কয়েক লাখ শিশু পায় না।

শিশুদের উদ্বাস্তু জীবনযাপন ভাবিয়ে তুলেছে টুইঙ্কলকে। এই শিশুরাই তো আগামীর দূত। দেশের ভবিষ্যৎ। আমরা যেখানে স্কুল-কলেজে গিয়ে নিত্যনতুন চুলের কাট, হেয়ার স্টাইল নিয়ে আলোচনা করি, কিংবা মা’দের গদগদ আদরে দু’বেলা চব্য-চষ্য খেতে পারি, অনেক শিশু রয়েছে যারা বন্ধুদের সঙ্গে চুলের কাট নিয়ে আলোচনা করা তো দূরের কথা, ঠিক করে খাবারও পায় না। অপুষ্টিতে ভোগে। সোশ্যাল মিডিয়ায় #SaveTheChildrenIndia -কে ট্যাগ করে কেন এমন বিভেদ সমাজের বিভিন্ন স্তরের শিশুদের মধ্যে, প্রশ্ন তোলেন টুইঙ্কল। যে ক্যাম্পেনে যোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান সোনম কাপুর, অক্ষয় কুমারকেও।

[আরও পড়ুন: জাতীয় পুরস্কার আমার আগেই পাওয়া উচিত ছিল: আয়ুষ্মান খুরানা]

অক্ষয়ও ছোটবেলার একটি ছবি পোস্ট করে এক মর্মস্পর্শী পোস্ট লিখে মন জিতেছেন নেটিজেনদের। তিনি লেখেন, “ছোট থেকেই আমার খেলাধূলার প্রতি আগ্রহ। তাই মা সবসময় খেয়াল রাখতেন আমি যেন বাড়িতে বানানো পুষ্টিকর খাবার খাই। কিন্তু এই সৌভাগ্য দেশের কয়েক লক্ষ শিশু এখনও পায় না। প্রায় ১১,৭২,৬০৪ শিশুর এখনও একবেলা খাবার জোটে না।” #WhyTheGap ক্যাম্পেনে যোগ দেওয়ার জন্য অক্ষয় আমন্ত্রণ জানান তাঁর ‘মিশন মঙ্গল’ সহ-অভিনেতাদের।

I have the same hairstyle as my teacher!Academics helped in making me an independent woman.2/5 girls still don’t complete school.Let’s ask #WhyTheGap with @stc_india to give every girl #TheRightStart -I nominate @sonamakapoor @tahira_k @akshaykumar to share their school memories pic.twitter.com/JJNAlZWIEI

— Twinkle Khanna (@mrsfunnybones) August 19, 2019

The post অভুক্ত শিশুদের সাহায্যে অক্ষয়-টুইঙ্কলের নয়া উদ্যোগ, বলিউডকে পাশে দাঁড়ানোর অনুরোধ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার