shono
Advertisement

অযোধ্যায় জীর্ণকায় মসজিদ মেরামতির দায়িত্ব নিচ্ছে হিন্দু মন্দির

অযোধ্যার হনুমানগড়ি মন্দির কর্তৃপক্ষের জমিতে অবস্থিত আলমগিরি মসজিদটির ভগ্নদশার জন্য সেখানে আপাতত সকলের প্রবেশ নিষেধ৷ The post অযোধ্যায় জীর্ণকায় মসজিদ মেরামতির দায়িত্ব নিচ্ছে হিন্দু মন্দির appeared first on Sangbad Pratidin.
Posted: 07:00 PM Sep 01, 2016Updated: 01:30 PM Sep 01, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদ ধ্বংসের পর প্রায় দু’যুগ কেটে গিয়েছে৷ ১৯৯২-এর সেই সাম্প্রদায়িক দাঙ্গায় কেঁপে উঠেছিল গোটা দেশ৷ দু’যুগ পর সেই অযোধ্যার মাটিই সম্প্রীতির সাক্ষী হতে চলেছে৷ ৩০০ বছরের পুরনো জীর্ণকায় মসজিদের মেরামতির দায়িত্ব নিচ্ছে এক হিন্দু মন্দির৷

Advertisement

অযোধ্যার হনুমানগড়ি মন্দির কর্তৃপক্ষের জমিতে অবস্থিত আলমগিরি মসজিদের ভগ্নদশার জন্য সেখানে আপাতত সকলের প্রবেশ নিষেধ৷ ফলে স্থানীয় মুসলমানদের নমাজ পড়ার আর বিকল্প স্থান নেই৷ এমন অবস্থায় মন্দির কর্তৃপক্ষ মসজিদটি পুনর্নির্মাণের দায়িত্ব নিয়েছে৷ শুধু তাই না, সারাইয়ের কাজ চলাকালীন মুসলমান সম্প্রদায়ের মানুষদের মন্দির চত্বরেই নমাজ পড়ার অনুমতিও দেওয়া হয়েছে৷

১৭০০ শতকে অযোধ্যায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে আলমগিরি মসজিদটি তৈরি হয়েছিল৷ বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে নবাব সুজাউদৌল্লা শর্তসাপেক্ষে এই জমি মন্দির কর্তৃপক্ষকে দিয়ে দেন৷ শর্ত ছিল, মুসলমানদের এখানে নমাজ পড়ার অধিকার থাকবে৷ তারপর থেকেই আলমগিরি মসজিদটি হনুমানগড়ি মন্দিরের আওতাধীন হয়৷ তবে দেখাশোনার অভাবে ধীরে ধীরে মসজিদের হাল বেহাল হয়ে পড়ে৷ নমাজ পাঠের পালাও তাই বন্ধ হতে থাকে৷ দিন কয়েক আগে মসজিদের বাইরে প্রবেশ নিষেধের নোটিস টাঙিয়ে দেওয়া হয়৷ তারপরই স্থানীয় মুসলিমরা মন্দিরের প্রধান পুরোহিত মহন্ত জ্ঞানদাসকে মসজিদ মেরামতির দায়িত্ব নিতে অনুরোধ জানান৷ তাঁদের অনুরোধ সানন্দে গ্রহণ করেছেন প্রধান পুরোহিত৷ কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদ মেরামতির সমস্ত খরচ তারাই দেবে৷

The post অযোধ্যায় জীর্ণকায় মসজিদ মেরামতির দায়িত্ব নিচ্ছে হিন্দু মন্দির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement