shono
Advertisement

Breaking News

আরও শক্তিশালী মোহনবাগান, সবুজ-মেরুনে যোগ ইউরো কাপে খেলা স্ট্রাইকার

নিজের দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক তিনি।
Posted: 01:39 PM Jun 25, 2023Updated: 04:30 PM Jun 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও শক্তিশালী হল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan)। আলবেনিয়ার জাতীয় দলের তারকা ফুটবলার আর্মান্দো সাদিকুকে সই করাল সবুজ-মেরুন শিবির। দেশের সর্বোচ্চ গোলশিকারীদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। তবে বর্তমান সময়ের ফুটবলারদের মধ্যে তিনিই দেশের সর্বোচ্চ গোলদাতা। জানা গিয়েছে, চোট পাওয়া জনি কাউকোর পরিবর্তেই সই করানো হয়েছে সাদিকুকে।

Advertisement

২০১৬ সালে ইউরো কাপ খেলেছেন আলবেনিয়ার (Albenia) তারকা। বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্টে গোলও করেছেন তিনি। এছাড়াও লা লিগায় লেভান্তের হয়ে খেলেছেন সাদিকু। সবমিলিয়ে সাড়ে চারশোর কাছাকাছি ক্লাব ম্যাচ খেলেছেন আলবেনিয়ার এই ফরোয়ার্ড। মোট ১৬২টি গোল করেছেন। ইউরোপের একাধিক লিগে যথেষ্ট সাফল্যের সঙ্গে খেলেছেন ৩২ বছর বয়সি এই ফুটবলার। 

[আরও পড়ুন: জন্মদিনে ছোটবেলার ক্লাবে মেসি-বরণ! ‘হাজার সূর্যে’র আলোয় হ্যাট্রিক উপহার ভক্তদের]

গত মরশুমের শেষের দিকে চোট পেয়েছিলেন তারকা মিডফিল্ডার কাউকো। চোট সারিয়ে রিহ্যাব করে মাঠে ফিরতে প্রায় নভেম্বর মাস হয়ে যাবে। অর্থাৎ আইএসএলের অর্ধেকটাই কেটে যাবে। তাই মরশুমের শুরু থেকেই অন্য এক বিদেশিকে সই করাতে আগ্রহী ছিল সবুজ মেরুন শিবির। তবে আলোচনার সময়ে প্রথম পছন্দই ছিলেন আলবেনিয়ার এই তারকা।

বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাগেনার হয়ে খেলছেন সাদিকু। সেই সঙ্গে ইউরোর যোগ্যতা অর্জন পর্বেও আলবেনিয়ার হয়ে গোল করেছেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই দেশের অন্যতম সেরা মিডফিল্ডার অনিরুদ্ধ থাপাকে সই করিয়ে চমক দিয়েছিল মোহনবাগান। এবার দলের শক্তি বাড়িয়ে যোগ দিতে চলেছেন সাদিকু। সবমিলিয়ে, আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা। 

[আরও পড়ুন: মণিপুরে জওয়ানদের ঘিরে মহিলাদের বিক্ষোভ, চাপের মুখে ১২ বন্দিকে ছাড়ল সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement