shono
Advertisement

Breaking News

আলিয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস! ফটোশিকারিদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ রণবীর ঘরনি

গোটা ঘটনা নিয়ে কথা বলতে আলিয়ার সঙ্গে যোগাযোগ করেছে মুম্বই পুলিশ।
Posted: 02:35 PM Feb 22, 2023Updated: 02:35 PM Feb 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপারাৎজিদের কাজকর্ম নিয়ে রীতিমতো বিরক্ত আলিয়া ভাট (Alia Bhatt)। সম্প্রতি তাঁরা আলিয়ার সঙ্গে যা করেছেন, তা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না আলিয়া ও কাপুর পরিবার। গোটা ঘটনায় এতটাই বিরক্ত আলিয়া, যে ইনস্টাগ্রামে গোটা ঘটনার উল্লেখ করে ক্ষোভ প্রদর্শন করেন আলিয়া।

Advertisement

তা ঠিক কী ঘটেছে?

মঙ্গলবার বিকেলে বাড়ির এক কাচের জানলার সামনে বসে ফোনে কথা বলছিলেন আলিয়া। পরনে ছিল ঘরের সাধারণ পোশাক। হঠাৎই প্রতিবেশির বাড়ির ছাদ থেকে দুই ক্যামেরাম্যান ছবি তোলে আলিয়ার। আলিয়া সেটি বুঝতেও পারেন। সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসেন আলিয়া। আলিয়া লেখেন, এটা কোন ধরনের রসিকতা! নিজের বাড়িতে খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। দেখি দু’জন ব্যক্তি আমার প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে আমাকে লক্ষ্য করে ক্যামেরা তাক করেছেন! এটা কি সঠিক কাজ? এটা এক জনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ! সব কিছুর একটা সীমা রয়েছে। এরা সবটা অতিক্রম করে ফেলেছে!’

[আরও পড়ুন: ফের হিট ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, উচ্ছ্বসিত গায়ক অভিজিৎ, জানালেন মনের কথা]

আলিরা এই পোস্ট দেখে সমব্যথিত অনুষ্কা শর্মাও। অনুষ্কা লেখেন, এরকম ঘটনা বছর দুয়েক আগে আমার সঙ্গেও ঘটেছিল। মানুষের গোপনীয়তাকে কখনই গুরুত্ব দেয় না এরাঁ। আলিয়ার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা করেছেন অর্জুন কাপুর, ঋদ্ধিমা কাপুরের মতো ব্যক্তিত্বরা। মুম্বই পুলিশ আলিয়ার সঙ্গে গোটা ঘটনাটি জানার জন্য যোগাযোগ করেছে। 

[আরও পড়ুন: খাবারে চুল, অভিযোগ জানানোর পরও কোনও হেলদোল নেই বিমানসংস্থার, ক্ষুব্ধ মিমি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement