সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের গাঁয়ের বধূদের গল্প অস্কার মঞ্চে দেখানোর স্বপ্ন অধরা থাকলেও, উত্তর ভারতের গ্রামীণ পটভূমির এক কাহিনি এখনও ৯৭তম অ্যাকাডেমির দৌড়ে আশা টিকিয়ে রেখেছে। 'লাপাতা লেডিজ' যা পারেনি, সেটা করেছে 'সন্তোষ'। হিন্দি সিনেমা না হলেও ভারতীয় বংশোদ্ভূত পরিচালক সন্ধ্যা সুরির ছবি। উপরন্তু মুখ্য ভূমিকায় বলিউডের বঙ্গকন্যা সাহানা গোস্বামী। বিদেশি বিভাগে অস্কার দৌড়ে টিকে থাকার কেমন অনুভূতি? জানালেন সাহানা।
সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা 'সন্তোষ' ভারত, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। ৯৭তম অ্যাকাডেমি পুরস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে চলতি বছরে কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো 'সন্তোষ'। সাহানা জানিয়েছেন, "অত্যন্ত গর্ববোধ করছি। আমাদের টিমের জন্য বিশেষ করে সন্ধ্যা সুরির জন্য এটা উদযাপনের সময়। তবে এটা আমার বা ওটা তোমার, এই ধরনের মানসিকতায় আমি বিশ্বাসী নই। 'সন্তোষ' সিনেমায় একটা বড় ভারতীয় টিম কাজ করেছে। তাই ভারতীয়দেরও এই সাফল্যের জন্য গর্বিত হওয়া উচিত বলে মনে করি আমি। দেশ বিচার করে নয়, সিনেমায় গল্প বলার ধরন এবং বৈচিত্রের দিক থেকে আমাদের পাশে দাঁড়ানো উচিত। এই ছবির গল্পের শিকড় তো ভারত, এটা সকলের মনে রাখা উচিত।"
উত্তর ভারতের গ্রামীণ পটভূমিতে নির্মিত হিন্দি ভাষার আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি 'সন্তোষ' 'সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম' বিভাগে ঠাঁই পেয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া মোট ৮৫টি চলচ্চিত্রের মধ্যে ১৫টি ছবিকে এক-একটি বিভাগের জন্য বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের লড়াইয়ে এখনও টিকে রয়েছে 'সন্তোষ'। তাই 'লাপাতা লেডিজ' অস্কার দৌড় থেকে ছিটকে যাওয়ায় ভারতের মন খারাপের মধ্যেই যে 'সন্তোষ' ছবিটি নিয়েও গর্ববোধ করা উচিত, সেকথাই মনে করিয়ে দিলেন সাহানা গোস্বামী।