সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দার সইফিনাকে মনে ধরেনি এমন দশর্ককে খুঁজে পাওয়া দায়। বলছি, জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবিতে আলিয়ার চরিত্রের কথা। অভিনয়ক্ষমে গোটা ছবিজুড়ে রণবীর যেরকম পারদর্শিতা দেখিয়েছেন, আলিয়াও কিছু কম যাননি তাঁর থেকে। এ বলে আমায় তো ও বলে আমায়… এর আগে ইমতিয়াজের ‘হাইওয়ে’ এবং ‘রাজি’তেও নজর কেড়েছেন মহেশ কন্যা। অভিনয়, গান গাওয়ার পাশাপাশি খুব শিগগীরিই উদ্বোধন করতে চলেছেন নিজের প্রযোজনা সংস্থা ‘ইটার্নাল সানসাইন’। ‘কলঙ্ক’ আর ‘ব্রহ্মাস্ত্র’ যখন মুক্তির অপেক্ষায়, তখন তিনি মুখ খুললেন বলিউডের অন্যতম বিতর্কিত ইস্যু নেপোটিজম নিয়ে। স্টারকিড হিসেবে আলিয়াকে বেশ কয়েবার নেপোটিজম বিতর্কের শিকার হতে হয়েছে। শুনেছেন অনেক বাঁকাকথাও। করণ জোহরকে ‘গডফাদার’ বলার জন্য বলি-কুইন কঙ্গনাও একহাত নিয়েছিলেন আলিয়াকে।
[পরের বছর ইদে মুক্তি পাবে অক্ষয়ের ‘সূর্যবংশী’, রাগ করেছেন সলমন?]
তবে, অভিনেত্রী তাঁর সাধারণজ্ঞান ঘাটতির জন্য যতই ট্রোলড হোন না কেন, কিংবা স্টারকিড হিসেবে তাঁর কাজ পাওয়া নিয়ে বলিপাড়ায় নিন্দুকরা যতই সরব হোন না কেন, আলিয়া কিন্তু বেশ বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামলে নিয়েছেন একাধিকবার। আর সেলেব সন্তান মানেই যে সবসময়ে পাপারাজিদের লেন্সের ফোকাসে থাকবেন তা মেনে নিয়েছেন তিনি।
তবে সম্প্রতি, নেপোটিজম ইস্যু নিয়ে মুখ খুলেছেন তিনি। আলিয়ার মতে, “প্রত্যেকটা কাজের ময়দানেই নেপোটিজম বিষয়টি রয়েছে। নেপোটিজমের ক্ষেত্রে আমার চিন্তাভাবনা কিন্তু একেবারেই নেতিবাচক নয়। আরে! একই কাজের ময়দানে আপনি কাউকে চিনলে, তাকে তো সাহায্য করার জন্য এগিয়ে যাবেনই। তাই নয় কি! আর একজন অভিনেত্রী হিসেবে আমি অভিনয়টাকে এতটাই ভালবাসি যে কাজের সুযোগ না পেলে আমি পুরোপুরি ভেঙে পড়ব। তাই নেপোটিজম নিয়ে যারা কথা বলে, তাদের প্রসঙ্গে আমি কখনই বলতে পারি না যে, ও বাবা.. ওরা জানে না যে কী নিয়ে কথা বলছে ওরা! কিংবা এধরনের কথাবার্তা ওরা কী করেই বা বলতে পারে! এটা বলার আমার কোনও জায়গা নেই।”
[আর্টিকল ১৫-এর জালে আয়ুষ্মান খুরানা, কোন অপরাধে?]
তিনি আরও জানান, “এটা সত্যিই খারাপ লাগে যখন আপনি দেখেন কেউ তার পরিবার সূত্রে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য সুযোগ পাচ্ছেন। তাই এই চিন্তাভাবনাকে কাউন্টার করার কোনও মানেই হয় না। তবে এটাও উল্লেখ করব যে, ময়দানে নেমে ভাল কাজ করলে দর্শক কিন্তু নিজে থেকেই আপনাকে বেছে নেবেন। সবসময় ভাগ্যের জোরে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য কাজ জোটে না। অনেক কঠিন পরিশ্রমেরও দরকার হয় এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে! তাই যখনই নেপোটিজম নিয়ে চিন্তাভাবনা করবেন তখন কারও কঠোর পরিশ্রমটাকে ছোট করে দেখবেন না! বা পরিশ্রমটাকে ভুলে যাবেন না।”
“নেপোটিজম ব্যাপারটা নিয়ে তাই আমার কোনও নেতিবাচক ভাবনা নেই। একদিন সকালে, হঠাৎ করে ঘুম থেকে উঠে আমি তো আর আফশোস করতে পারি না যে কেন আমি স্টারকিড বা কেন আমি এই পরিবারে জন্মেছি! তবে, আমি এটুকু বলতে পারি যে, কঠোর পরিশ্রম করে নিজের কাছে অন্তত প্রমাণ করতে চাই যে আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার যোগ্যতা রাখি। আর ভবিষ্যতেও এই পরিশ্রম চালিয়ে যাব নিজের জায়গা ধরে রাখার জন্য।”
এদিকে, আবার শোনা যাচ্ছে এপ্রিলেই নাকি রণবীরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া৷ ঋষি কাপুর আপাতত চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন৷ শোনা যাচ্ছে তিনি নাকি দেশে ফিরছেন চলতি মাসের শেষে৷ তাঁর উপস্থিতিতেই চারহাত এক হবে রণবীর-আলিয়ার৷ বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য ইতিমধ্যে পুরোহিতের সঙ্গেও কথা বলা হয়ে গিয়েছে দুই বাড়ির৷ তবে বিয়ে নিয়ে এখনও কিছুই জানাননি বলিউডের লাভ বার্ডস৷
The post নেপোটিজম ইস্যুতে মুখ খুললেন আলিয়া appeared first on Sangbad Pratidin.