shono
Advertisement

Breaking News

আলিয়ার হাতে চড় খেলেন রণবীর! ‘রকি রানি’র প্রচারের ভিডিও ঘিরে তোলপাড়, দেখুন

মশকরায় বিরক্ত, দীপিকার স্বামীকে সপাটে চড় আলিয়ার! তারপর?
Posted: 04:19 PM Jul 19, 2023Updated: 04:19 PM Jul 19, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলিজের আর বেশিদিন বাকি নেই। অতঃপর পুরোদস্তুর সিনেমার প্রচারে ব্যস্ত করণ জোহরের ‘রকি’ আর ‘রানি’। আজ মুম্বই তো কাল গুজরাট, আবার কখনও বা দিল্লি…। খাওয়া-নাওয়া ভুলে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’র প্রচার শুরু করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং। কিন্তু প্রোমোশনের মাঝে আচমকাই ছন্দপতন? আলিয়ার হাতে চড় খেলেন রণবীর!

Advertisement

আচমকা কী হল দুই তারকার মধ্যে? মুম্বইয়ের এক প্রচার অনুষ্ঠানে কথার মাঝখানেই রণবীরের গায়ে হাত তুলতে দেখা গেল আলিয়াকে। আর সেই ভিডিওই এবার নেটপাড়ায় ভাইরাল! মান-অভিমানের জের কিংবা রাগে নয়। নিছকই রসিকতার জেরে ‘কাপুরবধু’র এমন আচরণ। আলিয়াকে নিয়ে মঞ্চে মশকরা করছিলেন রণবীর সিং, তখনই ঠাট্টা করে অভিনেতাকে থামাতে গিয়ে মারেন তিনি।

শুধু তাই নয়, আলিয়ার জন্য এক ভক্ত উপহার হিসেবে কানের ঝুমকো জোড়া নিয়ে এসেছিলেন। তা দেখেই স্ত্রী দীপিকা পাড়ুকোনের জন্য লুফে নেন রণবীর সিং। সেই অনুরাগীর উদ্দেশে বলেন- “তুমি বরং আলিয়াকে আলিঙ্গন করে এসো। আর কানের ঝুমকো জোড়া আমাকে দিয়ে দাও। তোমার বউদি পেলে খুশি হবে।”

[আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হরিয়ানা, বস্তা কাঁধে হাঁটু জলে নেমে ত্রাণসামগ্রী বিতরণ রণদীপ হুডার, দেখুন]

প্রসঙ্গত, রণবীর-আলিয়া এর আগেও ‘গাল্লি বয়’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। তখন থেকেই দুই তারকার বন্ধুত্ব দারুণ। স্ত্রী দীপিকার প্রাক্তন রণবীর কাপুরের স্ত্রী হওয়া সত্ত্বেও কোনওরকম মনোমালিন্য নেই। ফুরফুরে মেজাজে খোশগল্প করেন দুই তারকা। ‘রকি অউর রানি’ ছবিতে তো করণ জোহরের ক্যামেরার সামনে রোম্যান্সও করেছেন রণবীর-আলিয়া। অনস্ত্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের মধ্যেকার রসায়ন যে বেশ ভাল, তা দিব্যি নজরে পড়ে। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি কি অউর রানি কি প্রেমকাহিনি।’

[আরও পড়ুন: ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখিয়েও ‘আশ মেটেনি’! এবার আরও নির্মম সত্যের মুখোশ খুলবেন বিবেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement