সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি (BJP) তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা বহুবিবাহ করেছে, বাল্যবিবাহের সমর্থক এবং জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিল। ভোটের বাজের গেরুয়া শিবিরের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগের মধ্যেই এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) । যাবতীয় অভিযোগ উড়িয়ে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) জনহিতকর প্রকল্পগুলির সবচেয়ে বেশি সুবিধাভোগী হল মুসলমান ধর্মাবলম্বীরা। ঠিক কী বলেছেন হিমন্ত?
তেলেঙ্গানায় বিজেপির এক সভায় প্রধানমন্ত্রী বলেন, “ওরা (কংগ্রেস) নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সংবিধানকেও অপমান করতে ছাড়ে না। কিন্তু আমি ওদের বলে দিতে চাই, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন যে সংরক্ষণ দলিত, ওবিসি, তফসিলি জাতি, উপজাতির প্রাপ্য, সেটা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দিতে দেব না।” মোদির এই মন্তব্যকে সামনে রেখে মেরুকরণ নিয়ে প্রশ্নের জবাবে হিমন্ত বলেন, ইন্ডিয়া টুডে টিভির সাক্ষাৎকারে হিমন্ত বলেন, 'যারা তিনিবার বিয়ে করে, বাল্যবিবাহ উৎসাহ দেয়, জঙ্গিদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি আমরা। মুসলিমদের পাশে আছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদির জনহিতকর প্রকল্পগুলির সবচেয়ে বড় সুবিধাভোগী হল মুসলিম ধর্মাবলম্বীরা। কিন্তু সংখ্যালঘু বলেই দেশের সার্বভৌমত্ব এবং মতাদর্শের প্রশ্ন অতিরিক্ত সুবিধা মিলবে না।'
[আরও পডুন: মোদির ‘মঙ্গলসূত্র’ থেকে মমতার হিন্দি শায়েরি, রচনা-দিলীপের ডায়লগে জমজমাট বাংলার ভোট]
হিমন্ত আরও দাবি করেন, ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হতে চলেছে। কংগ্রেসকে তোপ দেগে মন্তব্য করেন,"কংগ্রেস তাদের ইস্তেহারে বলেছে যে ব্যক্তিগত আইনকে সম্মান করা উচিত। যদিও সংবিধান বলছে ব্যক্তিগত আইন থাকতে পারে না। এই কাজ (অভিন্ন দেওয়ানি বিধি) কি মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের বিরুদ্ধ ভাবনা?