shono
Advertisement

চিকিৎসা যেন ঠিকমতো হয়, অর্পিতা মামলায় কড়া নির্দেশ বিচারকের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলবন্দি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা।
Posted: 02:47 PM Dec 05, 2023Updated: 02:52 PM Dec 05, 2023

অর্ণব আইচ: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। শুনানিতে সংশোধনাগারের চিকিৎসা নিয়ে একাধিকবার তিনি অভিযোগ জানিয়েছিলেন। সেসবের নিরিখে এবার অর্পিতার চিকিৎসা সুনিশ্চিত করতে জেল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিল আলিপুর আদালত। মঙ্গলবারের শুনানিতে জেল কর্তৃপক্ষের উদ্দেশে বিচারক বলেন, ”চিকিৎসা যেন দ্রুত হয়, তা সুনিশ্চিত করুন।”

Advertisement

এদিন অর্পিতা মুখোপাধ্যায়ের চিকিৎসার (Treatment) জন্য আবেদন জানান তাঁর আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। সেটা কমান্ড হাসপাতাল হলেও কোনও আপত্তি নেই বলে জানান তিনি। আইনজীবী জানান, চিকিৎসার পর অর্পিতা কিছুটা ভালো আছেন। তাঁর এক্স রে এবং স্ক্যানের দরকার। নিয়মিত যেন চিকিৎসা হয়, সেই আবেদন জানান নীলাদ্রি ভট্টাচার্য। এই সওয়ালের পর জেল কর্তৃপক্ষের তরফে হাজির প্রতিনিধিকে বিচারক বলেন, ”আপনাদের উদ্যোগ নিয়ে যেন কোনও সন্দেহের অবকাশ না থাকে। উনি যাতে বুঝতে পারেন যে চিকিৎসা হচ্ছে। আপনারা ওঁর অভিভাবক। আপনারা তো এসএসকেএমে (SSKM) চিকিৎসার জন্য পাঠান। আমাদের রাজ্যে বেস্ট সুপার স্পেশালিটি হাসপাতাল।”

[আরও পড়ুন: পাকিস্তানে মৃত খলিস্তানি আন্দোলনের মুখ ভিন্দ্রানওয়ালের সন্ত্রাসবাদী ভাইপো!]

অর্পিতা নিজেও নিজের শারীরিক সমস্যার কথা বলেন। বিচারক বলেন, ”জেল কোড অনুযায়ী জেল কর্তৃপক্ষ এর দায়িত্বে আছেন। ওখানে যেটা হবে সেটা জেনে নেবেন। আপনার কিছু হলে ওঁরা দায়ী হবেন। জেল কোড অনুযায়ী ওঁরাই এই দায়িত্ব পেয়েছেন।” উল্লেখ্য গত বছর জুলাইতে বস্তা বস্তা টাকা উদ্ধার হওয়ার পর বাড়ি থেকে ইডি হাতে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। সেই থেকে তাঁরা জেলবন্দি। জামিনের আবেদন বার বার খারিজ হয়েছে। এমনকী অসুস্থতার আর্জিও ধোপে টেকেনি। বরং সংশোধনাগারেই পার্থ এবং অর্পিতার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এবার সেই চিকিৎসাই আরও উন্নত এবং সুনিশ্চিত করার নির্দেশ দিলেন বিচারক।

[আরও পড়ুন: মমতা-নীতীশ-অখিলেশরা নারাজ, বুধবার INDIA জোটের বৈঠক স্থগিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement