সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ধান মিলল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজধানী ভোপালের (Bhopal) হোম থেকে নিখোঁজ ২৬টি মেয়ের। পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্থান থেকে ওই মেয়েদের সন্ধান পেয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নিখোঁজ মেয়েদের মধ্যে ১০ জন রয়েছে আদমপুর চানি অঞ্চলে। ১৩ জন রয়েছে বসতি এলাকায়। বাকিদের মধ্যে দুজন টপনগর ও অন্যজন রাইসেনে রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি হোমে গিয়ে তাদের মধ্যে ৪১ জনের সন্ধান পান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। প্রশ্ন ওঠে, কোথায় গেল বাকি ২৬ জন? অবশেষে খোঁজ মিলল তাদের। জানা গিয়েছে, ওই মেয়েদের কেউ গুজরাট, কেউ ঝাড়খণ্ড, রাজস্থান কিংবা মধ্যপ্রদেশের বাসিন্দা।
[আরও পড়ুন: আলবিদা ওয়ার্নার, বিদায়বেলায় খুদে সমর্থককে হেলমেট-গ্লাভস উপহার অজি তারকার]
প্রসঙ্গত, আঁচল মিশনারি অর্গানাইজেশন নামে এক খ্রিষ্টান সংস্থা শিশু গার্লস হোমটি চালায়। মেয়েগুলির নিখোঁজ হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তদন্তে জানা যায়, হোমটি বেআইনি। সরকারি রেজিস্ট্রেশনই নেই সেটির। ইতিমধ্যেই দুই চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এফআইআর দায়ের করার পরই ওই পদক্ষেপ করা হয়। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ রয়েছে।