সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ভোট আসে ভোট যায়। মতুয়া সম্প্রদায়ের কোনও পরিবর্তন হয় না। তাই এবার ভোট বয়কটের ডাক দিল অল ইন্ডিয়া মতুয়া সংঘের প্রতিনিধিরা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পশ্চিম বর্ধমান সফরের ঠিক আগের দিন একথা ঘোষণা করেন তিনি।
সোমবার দুর্গাপুরে এক সাংবাদিক বৈঠকে অল ইন্ডিয়া মতুয়া সংঘের সাংগঠনিক সম্পাদক সুভাষ গোঁসাই অভিযোগ করেন, ”কেউ কথা রাখেনি আমাদের। আমরা না পেয়েছি জমির পাট্টা না পেয়েছি সরকার ঘোষিত প্রকল্পগুলির সুযোগ সুবিধা।” সুভাষবাবুর আরও অভিযোগ, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সরলীকরণের কথা ঘোষণা করেছিলেন কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমাদের খুব খারাপ। সরকারি আধিকারিকরা প্রতিনিয়ত আমাদের চূড়ান্ত হয়রানি করেছেন যা বারবার আবেদন নিবেদন করেও কোনো সুরাহা হয়নি।”
[আরও পড়ুন: কৃষকদের দাবিকে সমর্থন জানিয়েও ভারত বন্ধে রাজ্যে জনজীবন স্বাভাবিক রাখার নির্দেশ মমতার]
মতুয়া (Matua) সংঘের দাবি, “আড়াই কোটির মতো ভোটার আছে ৮৬টি বিধানসভাতে। তাই আমরাই নির্ণায়ক শক্তি। পশ্চিম বর্ধমান জেলাতে ৫৬ হাজারের মতো ভোটার আছে অথচ প্রতিবারই ভোট আসে। আর প্রতিবার আমরা রাজনৈতিক নেতাদের বিশ্বাস করে তাদের পাতা মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পড়ে যাই আমরা। মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের জমির পাট্টার দাবির পাশাপাশি সার্টিফিকেট পেতে সরলীকরণের তৎপরতা-সহ আরও বাকি সুযোগসুবিধার ক্ষেত্রে যদি কোনও সুরাহা না হয় তাহলে একুশের বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের রাস্তাতে তারা।”