shono
Advertisement
Health Tips

শীতের রাতে মোজা পরে ঘুমোন! আরামদায়ক হলেও আদৌ কি স্বাস্থ্যকর?

জানুন বিশেষজ্ঞের মত।
Published By: Buddhadeb HalderPosted: 08:34 PM Dec 24, 2025Updated: 08:34 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালে অনেকেই রাতে মোজা না পরে বিছানায় যেতেই পারেন না। এই অভ্যাস নিয়ে রসিকতা কম হয় না। শীতকাতুরে মানুষদের এই আচরণ নিয়ে অনেকেই টিটকিরি করে। তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, এই অদ্ভুত অভ্যাসের নেপথ্যে রয়েছে দারুণ কিছু স্বাস্থ্যগুণ। সঠিক নিয়ম মেনে মোজা পরে ঘুমালে শরীরের অনেক জটিল সমস্যার সমাধান হতে পারে বলে বিশেষজ্ঞের মত।

Advertisement

মোজা পরলে পায়ের পাতা গরম হয়। এর ফলে রক্তনালিগুলো প্রসারিত হয়। চিকিৎসাবিদ্যায় একে ‘ভ্যাসোডাইলেশন’ বলে। এটি মস্তিষ্ককে সংকেত পাঠায়। এর ফলে শরীরের তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আসে। অবিলম্বে ঘুম নেমে আসে চোখের পাতায়।

যাঁদের রক্ত সঞ্চালনে সমস্যা আছে বা মাঝরাতে পা ঝিনঝিন করে, তাঁদের জন্য মোজা পরা আশীর্বাদস্বরূপ। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। পায়ের ক্র্যাম্প কমায়। এছাড়া রাতে পায়ে ময়েশ্চারাইজার মেখে সুতির মোজা পরলে গোড়ালি ফাটা কমে। পায়ের ত্বক নরম থাকে।

তবে সব মোজা ঘুমের জন্য ভালো নয়। খুব টাইট বা সিন্থেটিক মোজা পরলে হিতে বিপরীত হতে পারে। এতে পায়ে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে। পরিবর্তে সুতি বা পশমের তৈরি ঢিলেঢালা ও পরিষ্কার মোজা ব্যবহার করুন।

মোজা পরে ঘুমানো সাধারণত নিরাপদ। আপনার ঘুমে যদি কোনও ব্যাঘাত না ঘটে, তাহলে আপনি মোজা পরে ঘুমোতেই পারেন। কিন্তু যদি অস্বস্তি হয় বা খুব গরম লাগে, তবে শরীর যা বলছে তা শোনা বুদ্ধিমানের কাজ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সঠিক নিয়মে মোজা পরে ঘুমালে অনেক শারীরিক সমস্যার সমাধান সম্ভব, মত বিশেষজ্ঞদের।
  • রক্ত সঞ্চালনের সমস্যা বা পা ঝিনঝিন করা কমাতে মোজা পরা অত্যন্ত উপকারী।
  • তবে সব মোজা ঘুমের জন্য ভালো নয়।
Advertisement