সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপদের অভব্য আচরণের প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের পালটা দিল মদ্যপ দুষ্কৃতীর দল। গণ পিটুনিতে মৃত্যু হল আইন পাঠরত ছাত্রের। শনিবার রাতে এলাহাবাদের কাটরা এলাকার একটি রেস্তরাঁর বাইরে ঘটনাটি ঘটে। আক্রান্ত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাতেই কোমায় চলে যান ওই ছাত্র। সকালেই তাঁর মৃত্যু হয়েছে। এদিকে মারধরের দৃশ্যটি লেন্সবন্দি হওয়ায় আক্রমণকারীদের মাথাকে চিহ্নিত করা গিয়েছে। যদিও আক্রান্ত ছাত্রের মৃত্যুর খবর ছড়াতেই পলাতক মূল অভিযুক্ত। ইতিমধ্যেই ভাইয়ের খুনিদের ধরতে কাটরা থানায় অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের দাদা। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
[গোয়া থেকে পর্যটকদের তাড়িয়ে দেওয়ার হুমকি খোদ পর্যটনমন্ত্রীর]
ঘটনার সূত্রপাত শনিবার রাতে। দুই বন্ধুর সঙ্গে রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন দিলীপ সরোজ (২৬)। এলাহাবাদ ডিগ্রি কলেজের আইনের ছাত্রটি তখনও জানতেন না। এটাই তাঁর ইহকালের শেষরাত। রেস্তরাঁতে থাকাকালীনই এসইউভি চড়ে ওই একদল যুবক সেখানে আসে। দিলীপদের টেবিল ছাড়িয়ে কিছুটা এগিয়েই বসে তারা। অভিযোগ, এই সময়ই বিনা কারণেই তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে দলটি। এই ঘটনার প্রতিবাদ করেন দিলীপ সরোজ। এর পরেই আসরে নামে মদ্যপ যুবকের দল। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে বুঝতে পেরে তিনজনই রেস্তরাঁ ছাড়েন। বাইরে আসতেই দিলীপ ফেলে পালিয়ে যায় দুই বন্ধু। কিছু বুঝে ওঠার আগেই দিলিপের উপরে ঝাঁপিয়ে পড়ে মদ্যপদের দলটি। লোহার রড, ইট, কাঁচের বোতল, হকিস্টিক নিয়ে চড়াও হয়। একা বেশ কিছুক্ষণ লড়ার চেষ্টা করেন দিলীপ। কিন্তু খালি হাতে কতক্ষণই বা আঘাত রুখবেন। রাস্তায় ফেলে চলে মারধর। একসময় দিলীপ নিস্তেজ হয়ে পড়লে এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই দিলীপকে হাসপাতালে ভরতি করা হয়। মাথায় আঘাত লাগায় কিছুক্ষণের মধ্যেই কোমায় চলে যান তিনি। রাতভর জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে সকালেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এরপরেই আসরে নামে পুলিশ। অভিযোগ দায়েরের পর ভিডিওতে চিহ্নিত যুবকের খোঁজে শুরু হয় তল্লাশি। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কাচের বোতল, ইট, হকিস্টিক ও লোহার রড নিয়ে চড়াও হয়েছে মদ্যপ দুষ্কৃতীরা। দিলীপকে মাটিতে ফেলে চলছে বেধড়ক মারধর।
[পড়ুয়াদের পরীক্ষাভীতিই ভিলেন, শিক্ষাক্ষেত্রে সরলীকরণের উদ্যোগে যোগী প্রশাসন]
Dear @Uppolice ,Not admirer of Encounter but will be happy to see such gunda Dead…No place for such people in society..
Few ppl killed a student in brutal way in Allahabad over very minor issue pic.twitter.com/7vBc1aGdJ0— Narendra nath mishra (@iamnarendranath) February 11, 2018
The post অভব্য আচরণের প্রতিবাদ করে প্রাণ গেল ছাত্রর, ক্যামেরাবন্দি খুনের দৃশ্য appeared first on Sangbad Pratidin.