shono
Advertisement

সংবাদমাধ্যম ও আমজনতার সঙ্গে দুর্ব্যবহার! দিলীপের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এ বিষয়ে দিলীপ ঘোষকে বিঁধলেন তৃণমূল প্রার্থী।
Posted: 09:24 PM Mar 31, 2024Updated: 09:25 PM Mar 31, 2024

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: লাগাতার দুর্ব্যবহারের অভিযোগ। বিদায়ী সাংসদ তথা বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে এলাকারই মানুষের মনে। সংবাদ মাধ্যমের কর্মীদেরও কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও আর হবে না বলেই দায় এড়িয়েছেন দিলীপ।

Advertisement

বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। অভিযোগ, যেখানেই তিনি প্রচারে যাচ্ছেন সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার এমনকী ধাক্কা দিয়ে ফেলেও দেওয়া হচ্ছে কর্মীদের। রবিবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের বিবেকানন্দ স্ট্রিটে দিলীপ ঘোষের কর্মসূচি ছিল। সেখানকার খবর সংগ্রহ করতে গিয়েও চরম দুর্ব্যবহারের মুখে পড়তে হয় সংবাদমাধ্যমকে। কর্মীদের জোর করে সরিয়ে দেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা। প্রতিবাদ করেন সংবাদমাধ্যমের কর্মীরা। শুরু হয় বচসা। এক বিজেপি কর্মী সেই বচসার ভিডিও করতে গেলে তাঁর সঙ্গেও শুরু হয় বিবাদ। সাধারণ মানুষকেও দিলীপ ঘোষের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না বলে। দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষীদের এহেন আচরণের প্রতিবাদ করেছেন না বলেও অভিযোগ। এতেই ক্ষোভে ফুঁসছে বর্ধমান-দুর্গাপুরের বহু সাধারণ মানুষ। নিন্দাও করছেন তাঁরা।

[আরও পড়ুন: চুরি-ডাকাতি থেকে খুন, ১৪টি মামলায় অভিযুক্ত ‘দাগী’ নিশীথ কোচবিহারে পদ্ম ফোটাতে পারবেন?]

রবিবার এই ঘটনার পর দিলীপবাবু ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা না ঘটে সেই দিকে নজর দেবেন বলে জানিয়েছেন। তবে এই ধরণের আচরণ নিয়ে দিলীপকে কটাক্ষ করে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, “যে মানুষ মহিলাদের সম্মান করতে জানে না, সে সাধারণ মানুষের সঙ্গে অবভ্যতা দুর্ব্যবহার করবে, এটাই তো স্বাভাবিক।”

[আরও পড়ুন: CAA-তে আবেদন করলেই ৫ বছরের জন্য বিদেশি! মতুয়াদের সাবধান করলেন মমতা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার