সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আল্লু অর্জুনের ১০০ কোটির প্রাসাদোপম বাড়ির প্রবেশপথ তছনছ (Allu Arjun House Attacked)! ঘটনার তীব্র নিন্দা করে তেলেঙ্গানার রাজ্য পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সোমবার ছয় অভিযুক্তকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার শর্তসাপেক্ষে জামিন দিল হায়দরাবাদ উচ্চ আদালত।
রবিবারই 'উই ওয়ান্ট জাস্টিস...' স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে হামলা চালায় ওসমানিয়া বিশ্ববিদ্যালয় কমিটির একদল সদস্য। বিকেল পৌনে পাঁচটা নাগাদ দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে জড়ো হয়ে প্ল্যাকার্ড নিয়ে, স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই ব্যক্তিরা। কুশপুতুল পুড়িয়ে, ১ কোটি টাকা দাবি করে, প্রবেশপথের টবও ভাঙচুর করে। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদেরও মারধর করার অভিযোগ ওঠে তাদের উপর। ঘটনার জেরে স্থানীয় পুলিশ ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করে। মামলাও দায়ের হয় তাদের বিরুদ্ধে। তবে রাত পোহাতেই সোম সকালে জামিন পেয়ে যায় ওই ব্যক্তিরা। তবে শর্তসাপেক্ষে! জানা গিয়েছে, ওই ৬ অভিযুক্তের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে আল্লু অর্জুনকে। হায়দরাবাদ উচ্চ আদালতের তরফে মোট ৬০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তেলঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট মৃতার পরিবারকে ২০ কোটির আর্থিক অনুদানের দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার জেরে রবিবার সন্ধেবেলাই দুই সন্তানকে জোর করে বাড়ি থেকে দাদু-ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু (Allu Arjun)। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। দেখা গেল, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। 'সুপারস্টার' ছেলের বাড়িতে হামলা হওয়ার ঘটনায় মুখ খুলেছেন বাবা আল্লু অরবিন্দ। তাঁর মন্তব্য, "সবাই দেখেছেন আমাদের বাড়িতে আজকে কী ঘটেছে। তবে এটা আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ করার সময়। এইমুহূর্তে আমাদের কোনওরকম প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। পুলিশ ইতিমধ্য়েই হামলাকারীদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। কেউ এইধরনের ঘটনায় উৎসাহ দেবেন না। ফের এরকম ঘটনা ঘটালে পুলিশ তৈরি। আইন আইনের পথে হাঁটবে।"