shono
Advertisement

‘নোট বাতিল সাহসী পরীক্ষা, এমন প্রধানমন্ত্রী পেয়ে গর্বিত’

নোট বাতিলে সপা যখন বিপাকে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে তখন অমর সিংয়ের এহেন উক্তি নানা জল্পনার জন্ম দিচ্ছে৷ The post ‘নোট বাতিল সাহসী পরীক্ষা, এমন প্রধানমন্ত্রী পেয়ে গর্বিত’ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:01 PM Nov 26, 2016Updated: 02:31 PM Nov 26, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দল নোট বাতিলের বিরোধিতা করেছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা মঞ্চে দেখা গিয়েছে তাঁর দলের সাসংদকে৷ কিন্তু তিনি বরাবরই হটকে৷ আর তাই সমাজবাদী পার্টির মত ছাপিয়েই প্রধানমন্ত্রীর খোলা প্রশংসা করলেন অমর সিং৷ জানালেন, নোট বাতিলের সিদ্ধান্ত সাহসী পরীক্ষার নমুনা৷ এমন প্রধানমন্ত্রী পেয়ে তিনি গর্বিত৷

Advertisement

সমালোচকদের অনেকে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে বলছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনকে পাখির চোখ করেই নেওয়া নোট বাতিলের সিদ্ধান্ত৷

পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ হিসেবেই এটিকে দেখছিলেন অনেকে৷ এমনিতেই ঘরোয়া কোন্দলে বিপর্যস্ত ছিল যাদব বংশ৷ তার উপর এই সিদ্ধান্তে ঘোর বিপাকে পড়বে সপা৷ মমতা বন্দ্যোপাধ্যায় যন্তরমন্তরে ধরনায় বসলে, পাশে দেখা গিয়েছিল সপার রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকেও৷ কিন্তু এদিন সপা-রই অন্যতম সদস্যের মুখে শোনা গেল ভিন্নসুর৷ স্পষ্টতই মোদির সিদ্ধান্তের প্রশংসা করলেন তিনি৷ অবশ্য ইতি গজ করে জানিয়ে দিলেন, এ তাঁর ব্যক্তিগত মাত্র, দলীয় সিদ্ধান্ত নয়৷

অবশ্য যেভাবে বাতিলের পর সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে তার জন্য সরকারের সমালোচনাও করেন তিনি৷ এমনকী নোট বাতিলের জেরে বিভিন্ন কোম্পানিতে কর্মীছাঁটাই হচ্ছে বলে সরকারকে একপ্রস্থ দোষারোপও করেন৷ তবে এই সিদ্ধান্ত বেআইনি সম্পদের মালিকদের যেভাবে বিপাকে ফেলেছে, তাতে মোদির প্রশংসাই করেন তিনি৷

তবে তাঁর এই মন্তব্য সহজভাবে নিচ্ছে না রাজনৈতিক মহল৷ সপা-র গোষ্ঠীদ্বন্দ্বের অন্যতম ভরকেন্দ্র ছিলেন তিনি৷ একদিকে মুলায়ম সিংয়ের ক্ষমার হাত ছিল তাঁর মাথায়৷ অন্যদিকে অখিলেশ গোষ্ঠী ছিল ঘোর বিরোধী৷ এদিকে আসন্ন নির্বাচনের মুখ অখিলেশই৷ নোট বাতিলে সপা যখন বিপাকে পড়বে বলে ধরে নেওয়া হচ্ছে তখন অমর সিংয়ের এহেন উক্তি নানা জল্পনার জন্ম দিচ্ছে৷

The post ‘নোট বাতিল সাহসী পরীক্ষা, এমন প্রধানমন্ত্রী পেয়ে গর্বিত’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement