shono
Advertisement
Amazon

আমাজনে ফিরছে রিপাবলিক ডে সেল, মোবাইল থেকে এসি-তে মিলবে আকর্ষণীয় ছাড়!

কবে থেকে শুরু সেল?
Published By: Tiyasha SarkarPosted: 08:59 PM Jan 09, 2025Updated: 09:10 PM Jan 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুনবছর মানেই নানারকম প্ল্যানিং। কী কিনব, কোথায় ঘুরতে যাব, আরও কত কী। আর কেনাকেনা মানেই এখন অনলাইন শপিং। কারণ, আকর্ষণীয় অফার। সেসব কথা মাথায় রেখে প্রতিবছরই সাধারণতন্ত্র দিবসে নানারকম অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাগুলো। এবারও তার অন্যথা হল না। ২৬ জানুয়ারি উপলক্ষে আমাজনে শুরু হচ্ছে Great Republic Day Sale। জানেন কবে থেকে মিলবে ছাড়? কোন সামগ্রী পাবেন কতটা সস্তায়?

Advertisement

আমাজনের তরফে জানানো হয়েছে, সমস্ত গ্রাহকদের জন্য এই ‘গ্রেট রিপাবলিক ডে সেল’শুরু হচ্ছে ১৩ জানুয়ারি। তবে প্রাইম মেম্বারদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। ১২ তারিখ রাতে ঘড়ির কাঁটায় ১২ টা বাজলেই সাধারণতন্ত্র দিবসের সেলের কেনাকাটা করতে পারবেন তাঁরা। জানা গিয়েছে, স্মার্টওয়াচ, ওয়াশিং মেশিন, ইয়ারবাড, এসি, ট্যাব, ল্যাপটপে মিলবে আকর্ষণীয় ছাড়। এখানেই শেষ নয়। এর মধ্যে কেনাকাটা করলে নির্দিষ্ট কিছু ব্যাংকের ক্ষেত্রে মিলবে আকর্ষনীয় ছাড়। এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই অফার চলাকালীন ইএমআইতে কেনাকাটা করলে পাবেন ১০ শতাংশ ছাড়। ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও নির্দিষ্ট কিছু ক্রেডিট ও ডেবিট কার্ডে পাবেন নো কস্ট ইএমআইয়ের সুযোগ।

শুধু ব্যাংকের ছাড়ই নয়, এই কদিনের কেনাকাটায় এক্সচেঞ্জের ক্ষেত্রে পেতে পারেন মোটা টাকা। সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস, শাওমি, স্যামস্যাং, অ্যাপেলের গেজেটসের ক্ষেত্রে থাকবে অভাবনীয় অফার। শুধু অনলাইনে এই অফার মিলবে একেবারেই তা নয়, শোনা যাচ্ছে আমাজন ইজি স্টোরে গেলেও মিলবে এই অফারের সুবিধা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবছরই সাধারণতন্ত্র দিবসে নানারকম অফার নিয়ে হাজির হয় ই-কমার্স সংস্থাগুলো।
  • এবারও তার অন্যথা হল না। ২৬ জানুয়ারি উলক্ষ্যে আমাজনে শুরু হচ্ছে Great Republic Day Sale।
Advertisement