shono
Advertisement

ষড়যন্ত্রের পাশা খেলায় রাজনীতির ‘তাণ্ডব’, দেখুন সইফ-ডিম্পল অভিনীত সিরিজের টিজার

কোথায়, কবে দেখা যাবে সিরিজটি?
Posted: 03:03 PM Dec 17, 2020Updated: 03:03 PM Dec 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ওয়েব দুনিয়ায় সইফ আলি খান (Saif Ali Khan। এবার রাজনীতির ধূসর খেলায় মাতবেন তিনি। সঙ্গে ডিম্পল কাপাডিয়ার (Dimple Kapadia) মতো অভিনেত্রী। নতুন বছরে আমাজন প্রাইম ভিডিওয় মুক্তি পাবে পলিটিক্যাল ড্রামা সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। প্রকাশ্যে এল আগাম ঝলক।

Advertisement

[আরও পড়ুন: এ বছর জন্মদিন পালন করবেন না সলমন খান! বদলে অনুরাগীদের দেবেন ‘বিশেষ’ বার্তা]

‘সেক্রেড গেমস’ সিরিজের মাধ্যমে OTT প্ল্যাটফর্মে নিজের যাত্রা শুরু করেছিলেন সইফ। ইনস্পেক্টর সরতাজ সিং হিসেবে প্রশংসা তো পেয়েছিলেন, তবে গায়তোণ্ডের চরিত্রে নওয়াজউদ্দিনের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি তিনি। তবে এবার রাজনীতির পাশা খেলায় গুছিয়ে খেলতে নেমেছেন অভিনেতা। আগাম ঝলকেই সেই আভাস দিয়েছেন তিনি। সঙ্গে ডিম্পল কাপাডিয়া ছাড়াও রয়েছেন মহম্মদ জিশান আয়ুব, সুনীল গ্রোভার, তিঘমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র, কৃতিকা কামরা, গওহর খান, সারা জেন ডিয়াস, দিনো মোরিয়া, অনুপ সোনির মতো অভিনেতা। ৯ এপিসোডের সিরিজটি পরিচালনা করেছেন সলমন খান (Salman Khan) অভিনীত টাইগার সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar)। গৌরব সোলাঙ্কির সঙ্গে মিলে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি। ২০২১ সালের ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে সিরিজটি।

ব্যক্তিগত জীবনে নিজের চতুর্থ সন্তানের প্রতীক্ষায় রয়েছেন সইফ আলি খান। পাশাপাশি, প্রভাস, কৃতী শ্যাননের সঙ্গে ‘আদিপুরুষ’ ছবির কাজ শুরুর প্রতীক্ষাতেও রয়েছেন। এই ছবি নিয়েই বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমা চাইতে হয়েছিল বলিউডের নবাবকে। তবে সেই স্মৃতি ভুলে আপাতত কাজেই মন দিতে চান তিনি। ওদিকে আবার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ (Tenet)। ছবিতে ডিম্পল কাপাডিয়ার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন হলিউড পরিচালক। এর আগে সইফের অনস্ক্রিন মা হিসেবে অভিনয় করেছিলেন ডিম্পল। এবার দু’জনের ভিন্ন যুগলবন্দি দেখার প্রতীক্ষায় দর্শকরা।

[আরও পড়ুন: ওয়েব সিরিজে ধর্মীয় ভাবাবেগে আঘাত! প্রকাশ ঝা-ববি দেওলকে নোটিস পাঠাল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement