shono
Advertisement

Breaking News

Ambedkar

মুসলিম হতে প্রস্তুত ছিলেন আম্বেদকর! কংগ্রেস নেতার বিস্ফোরক মন্তব্যে শোরগোল

এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি।
Published By: Biswadip DeyPosted: 08:21 PM Nov 12, 2024Updated: 08:21 PM Nov 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামে ধর্মান্তরিত হতে প্রস্তুত ছিলেন ড. বি আর আম্বেদকর। কংগ্রেস নেতা সইদ আজিমপির খাদরির এমনই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। কর্নাটকের শিগগাঁওয়ের এক রাজনৈতিক সভায় তিনি এমন দাবি করেন। সেই সঙ্গে তাঁর আরও দাবি, এমনটা ঘটলে বহু দলিতই ইসলামে ধর্মান্তরিত হতেন।

Advertisement

ঠিক কী বলেছেন ওই নেতা? তাঁকে বলতে শোনা গিয়েছে, ''বাবাসাহেব আম্বেদকর সেসময় ইসলাম ধর্ম গ্রহণের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শেষপর্যন্ত তিনি বৌদ্ধ হন।'' তাঁর এহেন মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ওই মঞ্চে উপস্থিত থাকা আর এক হাত শিবিরের নেতা নাগরাজ যাদবই এমন কথার বিরোধিতা করেছেন। তিনি বলছেন, ''আম্বেদকর সব ধর্মের সেরাটুকু গ্রহণ করতে চেয়েছিলেন কেবল। বিজেপি যেন এই বিষয়টির রাজনীতিকরণ না করে।'' তাঁর দাবি, খাদরির উচিত নয় এমন মন্তব্য করা।

এদিকে এই মন্তব্য ঘিরে আসরে নেমেছে বিজেপিও। পদ্ম শিবিরের তরফে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু খাদরিকে আক্রমণ করেছেন। তাঁর হুঁশিয়ারি এমন বিভ্রান্তিকর মন্তব্য করে তিনি যেন বাবাসাহেবের আদর্শকে ধ্বংস করার চেষ্টা না করেন। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, 'কংগ্রেস নেতা সইদ আজিমপির খাদরির মন্তব্য, 'আম্বেদকর প্রায় মুসলিম হয়েই গিয়েছিলেন, কিন্তু ভুল করে বৌদ্ধ হয়ে গিয়েছিলেন' সম্পূর্ণ ভুল। বাবাসাহেব আম্বেদকরের দৃষ্টিভঙ্গি সমস্তটাই তাঁর নিজের বইয়ে ধরা আছে। দয়া করে বিভ্রান্তি ছড়িয়ে বাবাসাহেবের মহৎ আদর্শকে ধ্বংস করবেন না।' এই মন্তব্যের বিরোধিতা করেছেন অমিত মালব্য। তাঁর দাবি, খাদরির এমন দাবি, 'ভুয়ো ও বিভ্রান্তিকর।' তাঁর মতে, বিরোধীদের চেষ্টা দলিত ও মুসলিমদের মধ্যে গোলমাল বাঁধানো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসলামে ধর্মান্তরিত হতে প্রস্তুত ছিলেন ড. বি আর আম্বেদকর। কংগ্রেস নেতা সইদ আজিমপির খাদরির এমনই মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।
  • কর্নাটকের শিগগাঁওয়ের এক রাজনৈতিক সভায় তিনি এমন দাবি করেন।
  • সেই সঙ্গে তাঁর আরও দাবি, এমনটা ঘটলে বহু দলিতই ইসলামে ধর্মান্তরিত হতেন।
Advertisement