shono
Advertisement

বাংলাদেশে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সরব আমেরিকা, চাপে ঢাকা

মানবাধিকার প্রসঙ্গে সরব আমেরিকা।
Posted: 03:09 PM Jun 29, 2023Updated: 08:02 PM Jun 29, 2023

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে শ্রমিক নেতা হত্যার প্রতিবাদে সরব আমেরিকা। এবার হাসিনা সরকারের উপর চাপ বাড়াল মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক দপ্তর। নিজের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার তীব্র নিন্দা করেছে তারা।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সরকারের উপর চাপ বাড়িয়ে বুধবার এই হত্যাকাণ্ডের নিন্দা করে মার্কিন শ্রমবিষয়ক দপ্তর। টুইটারে তাদের বক্তব্য, ‘আমরা ওই হত্যাকাণ্ডের স্বাধীন ও পূর্ণ তদন্ত এবং শ্রমিক নেতাদের সুরক্ষা মানবাধিকার ও শ্রম অধিকার সুরক্ষায় কাজ এগিয়ে নিতে ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই।”

গত রবিবার গাজীপুরে খুন হন শ্রমিক নেতা শহিদুল ইসলাম। শহরের গাজীপুরা সাতাশ বাগানবাড়ি এলাকায় তাঁকে হত্যা করা হয়। হামলায় আহত হন আরও দুই শ্রমিক নেতা। অভিযোগের আঙুল উঠে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বছর পঞ্চাশের শহিদুল বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুর শাখার সভাপতি ছিলেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকার আজগর আলির ছেলে। আহত দু’জন হলেন মহম্মদ মোস্তফা কামাল (২৫) ও আহমেদ শরিফ (৩৫)।

[আরও পড়ুন: বসবাসের কতটা যোগ্য ঢাকা? কী বলছে আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট?]

স্থানীয় শ্রমিকদের ভাষ্য, গাজীপুরের সাতাশ বাগানবাড়ি এলাকায় প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেড নামের পোশাক কারখানা দু’মাস ধরে বেতন দিচ্ছে না। ইদের বোনাসও দেওয়া হয়নি। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিল। শ্রমিকদের পক্ষ থেকে এই বিষয়ে শহিদুল ইসলাম মালিকপক্ষের সঙ্গে কথা বলেন। রবিবার বকেয়া বেতন ও বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু সারা দিন অপেক্ষা করিয়েও প্রাপ্য টাকা দেওয়া হয়নি।

প্রসঙ্গত, মানবাধিকার প্রসঙ্গে বাংলাদেশের উপর লাগাতার চাপ বাড়াচ্ছে আমেরিকা। কয়েকদিন আগেই শুধুমাত্র বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি আনে ওয়াশিংটন। আর শাসকদলের উপর চাপ তৈরি করতে সেই ভিসা নীতিকেই হাতিয়ার করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।

[আরও পড়ুন: লাশ টুকরো টুকরো করে খালে! ঢাকায় ‘কিলার কাপলে’র কাণ্ডে হতবাক তদন্তকারীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement