গোবিন্দ রায়: আমহার্স্ট স্ট্রিট থানায় মৃত যুবকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তবে দেহ নিয়ে কোনওভাবে রাস্তা অবরোধ করা যাবে না। স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি। বিশৃঙ্খলা এড়াতে মৃতদেহটি পুলিশি নিরাপত্তা দিয়ে প্রথমে বাড়ি ও পরে শ্মশানে নিয়ে যাওয়া হবে।
শনিবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছে দেহ ফেরতের আর্জি জানান মৃত অশোক সিংয়ের পরিবারের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি জানান, মৃতের কোনও রাজনৈতিক পরিচয় নেই। তাই আমরা চাইছি যাতে দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার হয়। এর পরই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, এসএসকেএম হাসপাতাল থেকে পুলিশ মরদেহ পরিবারের হাতে তুলে দেবে। তবে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে পুলিশ। সরকারি গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হবে। একইভাবে বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হবে শেষকৃত্যের জন্য।
[আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার মহারণের মধ্যে মোতেরায় থাকবে বিনোদনের মেগা শো, জেনে নিন বিস্তারিত]
বিচারপতিরা আরও জানান, দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর পরিবারের পক্ষ থেকে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করবে পুলিশ। সরকারের পক্ষ থেকে সহমর্মিতা রয়েছে মৃতের পরিবারের প্রতি। কিন্তু দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর কোনওভাবেই যাতে দেহ নিয়ে রাস্তা অবরোধ করা হয়।
ঘটনার সূত্রপাত বুধবার। ওইদিন সন্ধেয় চুরির মোবাইল ফোন জমা দিতে থানায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন অশোক সিং। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। কিন্তু তা ঘিরে উত্তাল হয় এলাকা। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। অভিযোগ, সেই বিক্ষোভের আগুনে ঘি ঢালেন বিজেপি নেতারা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট, অশোকের মৃত্যু স্বাভাবিক। এর সঙ্গে পুলিশের কোনও সম্পর্ক ছিল না।