shono
Advertisement

মণিপুরে বন্ধ ইন্টারনেট! কুকিদের ‘বিপ্লবের কণ্ঠস্বর’ নয়া সংবাদপত্র

রাজ্যে কেবল ব্রডব্র্যান্ড সংযোগেই মিলছে ইন্টারনেট।
Posted: 09:13 AM Jul 27, 2023Updated: 09:32 AM Jul 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে (Manipur) দু’মাস পর আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা ফিরেছে। যাঁদের স্থায়ী ব্রডব্র্যান্ড সংযোগ রয়েছে, তাঁরাই কেবল ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। মোবাইলে এখনও ইন্টারনেট সংযোগ মিলছে না। ফলে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন বিরাট সংখ্যক মানুষ। এই অবস্থায় অভিনব উদ্যোগ নিল রাজ্যের কুকি (Kuki) আদিবাসীরা। তারা নিজেদের সংবাদপত্র প্রকাশ করল। কুকি প্রতিনিধিরা জানিয়েছেন, দেশ-সহ গোটা বিশ্ব সম্পর্কে অবগত থাকতেই সংবাদপত্র প্রকাশ শুরু হয়েছে। নতুন এই সংবাদপত্রের নাম ‘জালেন আউগিন’। যার অর্থ ‘বিপ্লবের কণ্ঠস্বর’। 

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কুকি সম্প্রদায়ের নতুন সংবাদপত্র প্রকাশিত হয়েছে কাংপোকপি শহর থেকে। কুকি আইএনপি সদস্যরা সেখানে যেমন তথ্যকেন্দ্র তৈরি করেছে, তেমনই প্রকাশ করছে সংবাদপত্র ‘জালেন আউগিন’। যার মাধ্যমে দেশ-সহ গোটা বিশ্বের সংবাদ পৌঁছে দেওয়া হচ্ছে কুকিদের। কম-বেশি দৈনিক ১ হাজার কপি জালেন আউগিন প্রকাশ করা হচ্ছে। প্রত্যন্ত গ্রামেও পৌঁছে দেওয়া হচ্ছে ওই খবরের কাগজ, যাতে করে মণিপুর সম্পর্কিত যাবতীয় সংবাদ জানতে পারেন গ্রামবাসীরা। প্রতিবাদ মিছিল, সংঘর্ষের সংবাদ এবং কুকি শীর্ষ নেতৃত্বের আগামী পরিকল্পনার খবরও থাকছে ‘জালেন আউগিন’-এ।

[আরও পড়ুন: বিহারে বিদ্যুৎ মাশুলের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের গুলি, মৃত ১, নীতীশকে তোপ বিজেপির]

উল্লেখ্য, মণিপুর সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কোন কোন আইপি সংযোগ থেকে ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তা পরিষেবা প্রদানকারী সংস্থাকে নজর রাখতে হবে। অন্যথা হলে তার দায়ও বর্তাবে সংশ্লিষ্ট সংস্থার উপর। মণিপুর সরকার ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে তার মোদ্দা বিষয়— ডেস্কটপ ছাড়া অন্য কোনও ডিভাইসে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে না। সেই সঙ্গে বলা হয়েছে, ব্যবহারকারীদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) সফটঅয়্যার কম্পিউটার থেকে আনইনস্টল করে দিতে হবে। আপাতত নতুন করে তা ইনস্টলও করা যাবে না। কোনও কৌশলে যাতে ইন্টারনেটের অপব্যবহার না হয় সে ব্যাপারে সতর্ক এন বিরেন সিংহের সরকার।

[আরও পড়ুন: অসমের হত্যাকাণ্ডে অসহায় পরিবার, ত্রাতা হয়ে দাঁড়ালেন বিজেপি বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement