shono
Advertisement

Breaking News

রোহিতপত্নীর পাশে বসে কোহলির জন্য গলা ফাটালেন অনুষ্কা, অন্তঃসত্ত্বা? আরও জোরালো গুঞ্জন

অন্তঃসত্ত্বা গুঞ্জনের মাঝেই ক্যামেরা দেখে পেট ঢাকলেন অনুষ্কা শর্মা।
Posted: 06:24 PM Oct 14, 2023Updated: 04:35 PM Oct 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচ (India vs Pakistan Match) দেখতে হাজির অনুষ্কা শর্মা (Anushka Sharma)। যখন অভিনেত্রীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনে মশগুল টিনসেল টাউন, তখন কড়া নিরাপত্তা বেষ্টনীতে আহমেদাবাদে পৌঁছলেন বিরাটপত্নী। বাইশ গজের ময়দানে দর্শকদের চোখ ম্যাচের দিকে থাকলেও নজর কাড়ল গ্যালারিতে অনুষ্কা-ঋতিকার পাশাপাশি অবস্থান।

Advertisement

ক্রিকেট দুনিয়ায় এই গুঞ্জন পুরনো নয় যে, বিরাটপত্নী অনুষ্কার সঙ্গে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সচদেবের (Ritika Sajdeh) সম্পর্ক ভালো নয়। যার জল গড়িয়েছিল বিরাট-রোহিতের সম্পর্কের মধ্যেও। টিম ইন্ডিয়ার দুই খেলোয়ারের ইগোর লড়াইয়ের খবরও প্রকাশ্যে এসেছে একাধিকবার। এবার আহমেদাবাদে ভারত-পাক ম্যাচের গ্যালারিতে দেখা গেল বিরল দৃশ্য। অনুষ্কার পাশে বসে ম্যাচ দেখছেন ঋতিকা। তবে আরেকটি বিষয় নজর কেড়ছে টিভির পর্দায়। কী সেটা?

[আরও পড়ুন: টিম ইন্ডিয়ার টাইগার কে? ভারত-পাক ম্যাচের আগে খোলসা করলেন সলমন]

ক্যামেরা দেখেই আরও যেন সচেতন হয়ে উঠলেন বিরাটপত্নী। ঢিলেঢালা পোশাক থাকলেও পেট ঢাকতে দেখা গেল অনুষ্কাকে। আর সেই বিষয়টি নজর এড়ায়নি দর্শকদের। তার পর থেকেই অভিনেত্রীর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আরও জোরাল হতে শুরু করেছে। উল্লেখ্য, দিন কয়েক আগেও পাপারাৎজিদের দেখে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে দিয়েছিলেন অনুষ্কা। শুধু তাই নয়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাটারনিটি ক্লিনিকের বাইরেও দেখা গিয়েছিল বিরাটকে। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। এবার ভারত-পাক ম্যাচেও ক্যামেরা দেখে আরও বেশি সচেতন দেখাল বলিউড অভিনেত্রীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement