সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক যুগ পর ওয়ানডে ম্যাচ পেয়েছিল ব্রেবোর্ন স্টেডিয়াম। যেখানে ক্যারিবিয়ানদের বিরাট ব্যবধানে হারায় কোহলি অ্যান্ড। কিন্তু বিতর্ক এড়ানো গেল না। আয়োজক হিসেবে লেটার মার্কস নিয়ে পাস করতে পারল না স্টেডিয়াম কর্তৃপক্ষ। ম্যাচ চলাকালীনই জলের অভাবে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে যায়।
[প্র্যাকটিস ম্যাচে গোল সোনির, স্বস্তিতে মোহনবাগান সমর্থকরা]
রবিবার মুম্বইয়ের এই স্টেডিয়ামে চতুর্থ ওয়ানডে ম্যাচে তখন ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৭৮ রানের লক্ষ্য মাত্রা রেখেছে টিম ইন্ডিয়া। ক্যারিবিয়ান ইনিংস শুরুর ঠিক আগেই লাগে গন্ডগোল। স্টেডিয়ামে অনেকেই খাওয়ার জলের খোঁজ করতে থাকেন। কিন্তু জলের আকাল। গোটা স্টেডিয়ামের কোনও জায়গায় জল নেই। ভেন্ডররা জানিয়ে দেন, জল শেষ হয়ে গিয়েছে। তার বদলে মিলছে কোল্ড ড্রিঙ্কস। এমন কথা জানতে পেরে স্বাভাবিকভাবেই মেজাজ হারান দর্শকরা। দূর-দূরান্ত থেকে যাঁরা ম্যাচ দেখতে আসেন, তাঁদের জন্য কেন পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়নি, সে প্রশ্নও তোলেন ক্ষুব্ধ সমর্থকরা। আর তারপরই ভেন্ডারদের কাছ থেকে নরম পানীয়ের বোতল লুট করে এদিক-সেদিক পালাতে শুরু করে দেন তাঁরা। যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আর অদ্ভুত ব্যাপার হল, এসব দেখেও পরিস্থিতি সামাল দেওয়ার কোনও চেষ্টাই করেনি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ। নির্বাক দর্শকের ভূমিকাতেই রইল তারা।
[২০১৯ বিশ্বকাপে ধোনিকে দরকার হবে কোহলির: গাভাসকর]
স্টেডিয়ামের ১৪ নম্বর ব্লকের ৫ নম্বর গেটে ঘটে এই ঘটনা। জলের বোতলের জন্য ২০ টাকার জায়গায় ৪০ টাকাও দিতে রাজি হয়ে গিয়েছিলেন দর্শকরা। কিন্তু পর্যাপ্ত জলের বোতল সরবরাহই করতে পারেননি ভেন্ডাররা। আর সেই কারণে মেজাজ হারান ক্রিকেটপ্রেমীরা। কেন হল জলের অভাব? জানা যাচ্ছে, কর্তৃপক্ষ ভেবেছিল, জল থাকলে নরম পানীয় সেভাবে বিক্রি হবে না। তাই পর্যাপ্ত পরিমাণে জল না রেখে কোল্ড ড্রিঙ্কস বিক্রিতেই মন দিয়েছিল তারা। কিন্তু পরিস্থিতি যে এভাবে উত্তপ্ত হয়ে উঠবে, তা ধারণা ছিল না। ড্যামেজ কন্ট্রোল করতে পরে ২০ লিটারের বোতল জোগান দিতে শুরু করে তারা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কোল্ড ড্রিঙ্কস লুটের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
The post বিরাটদের ম্যাচ ধুন্ধুমার, জল না মেলায় কোল্ড ড্রিঙ্কস লুট করলেন সমর্থকরা appeared first on Sangbad Pratidin.