রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ১৬ এপ্রিল বঙ্গ সফরে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ১৬ তারিখ উত্তরবঙ্গে এবং পরদিন, অর্থাৎ ১৭ এপ্রিল কলকাতায় তাঁর কর্মসূচি ছিল। কিন্তু শাহর ওই দু’দিনের রাজ্য সফর বাতিল হয়েছে। মঙ্গলবার একথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শাহর সফরের পরবর্তীদিন এখনও স্থির হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর ওইদিন অনিশ্চিত বলে আগেই খবর করেছিল ‘সংবাদ প্রতিদিন’।
১৬ এপ্রিল, বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা (Assansol) উপনির্বাচনের গণনার দিনই উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল শাহর। তার পরদিন অর্থাৎ ১৭ এপ্রিল কলকাতায় পা রাখার কথা শাহর। কিন্তু উপনির্বাচনে বালিগঞ্জ ও আসানসোলে বিজেপির ভরাডুবি নিশ্চিত অনুমান করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রাজ্য সফর ঘিরে অনিশ্চয়তার মেঘ জমেছিল। এই সফর নিয়ে দ্বিধায় ছিল সাউথ ব্লক। কারণ, উপনির্বাচনে দুই কেন্দ্রে দলের ভরাডুবির আশঙ্কা করে বঙ্গ বিজেপির (BJP) একাংশই চেয়েছিল ওইদিন শাহ যেন বাংলায় না আসেন।
[আরও পড়ুন: নীতীশ কুমারের সভায় বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন বিহারের মুখ্যমন্ত্রী]
যেদিন তিনি সফরে আসছেন সেদিন উপনির্বাচনের ফলাফল দলের খারাপ হলে তা অস্বস্তির কারণ হতে পারে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সেটা অসম্মানের হতে পারে বলেও মনে করছে বিজেপির একাংশ। সূত্রের খবর, সে কারণেই ১৬ এপ্রিল রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর সফর পিছিয়ে মে মাসে হতে পারে বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: উত্তরপ্রদেশের বিধান পরিষদ নির্বাচনেও ‘ক্লিন সুইপ’ বিজেপির, কাঁটা শুধু বারাণসীর হার]
২০২১ সালে বিধানসভা নির্বাচনে দলের শোচনীয় হারের পর গত এক বছরে বাংলামুখো হননি অমিত শাহ। অথচ তিনিই সেই সময় প্রতিটি সভায় ‘ইস বার, বিজেপি দু’শো পার’ বলে স্লোগান তুলেছিলেন। কিন্তু একুশের নির্বাচনে বিজেপি (BJP) আটকে গিয়েছে ৭০ আসনেই। এরপর রাজ্যে যতগুলি উপনির্বাচন হয়েছে তার প্রত্যেকটিতে পার্টি গোহারা হেরেছে। তাই উপনির্বাচনের ফলে জোড়া ধাক্কা খাওয়ার দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফর চাইছেন না অমিত-অনুরাগীরা।