গৌতম ব্রহ্ম: কলকাতাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এবার আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে খুলতে চলেছে বিগ বাজার। তাতে অবশ্য বিশেষভাবে উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
মমতা এদিন বলেন, "আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে একটা জায়গা আছে। যেখানে একটা অ্যাকোয়ারিয়াম ছিল। ওখানে অ্যাকোয়ারিয়ামটা থাকবে। পাশাপাশি ওখানে বড় বাজার করা হবে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে। অর্ধেকটা দেওয়া হবে লেদার হাবের জন্য। আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য।" তিনি আরও বলেন, "রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি বিনামূল্যে বিগ বাজার করার জন্য দেওয়া হবে। যার দুটি ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে। এটা টেন্ডার করে দেওয়া হবে। জমি আমাদের তৈরি হয়ে রয়েছে।" এই প্রকল্পের মাধ্যমে কলকাতার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও যে বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
এই প্রকল্পের মাধ্যমে কলকাতার উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও যে বাড়বে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের পক্ষে বারবারই সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য শিল্প সংস্থার উদ্দেশে বাংলার শিল্পের পরিবেশ রয়েছে বলেই দাবি করেন। আগামী ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানেও বহু শিল্পপতি যোগ দেওয়ার কথা। সেক্ষেত্রে ক্রমশ বাড়ছে বিনিয়োগের আশাও।