shono
Advertisement

Breaking News

এবার আসছে অমিতাভ-অক্ষয়ের ‘খাকি ২’, সিক্যুয়েলের মন্ত্রেই হাতের মুঠোয় বলিউডের বক্স অফিস

২০০৪ সালে মুক্তি পায় 'খাকি' ছবিটি।
Posted: 09:50 AM Oct 27, 2023Updated: 09:50 AM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের বক্স অফিসকে হাতের মুঠোয় রাখতে এখন একটাই মন্ত্র সিক্যুয়েল। তাঁর প্রমাণ ‘গদর ২’, ‘ও মাই গড ২’-এর মতো ছবি। এরপর তো বলিউডে আসছে একাধিক সিক্যুয়েল। যেমন, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ও ‘হেরা ফেরি ৩’। এবার নতুন খবর হল, পরিচালক রাজকুমার সন্তোষীর সুপারহিট ছবি খাকির সিক্যুয়েল আসতে চলেছে। শোনা যাচ্ছে,খাকি ছবির প্রযোজক প্রয়াত কেশু রামসের ছেলে আর্যমানই ছবিটি তৈরি করতে চলেছেন।

Advertisement

সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে আর্যমান জানান, বহুদিন ধরেই খাকি ছবির সিক্যুয়েল তৈরি করার কথা ভাবছি। এমনকী, চিত্রনাট্যও লেখা হয়েছে। আশা করছি ছবিটা আগামী বছর ফ্লোরে আসবে।

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

আর্যমান জানান, ”এই ছবিতে অমিতাভ বচ্চন ও তুষার কাপুর থাকছেন। তবে প্রথম ছবিতে যেহেতু অক্ষয় কুমার, অজয় দেবগণ ও ঐশ্বর্য রাই বচ্চনের চরিত্রগুলো মারা গিয়েছিল। তাই এরাঁ থাকছেন না। তার পরিবর্তে নতুন কাউকে নেওয়া হবে। ”

২০০৪ সালে মুক্তি পায় খাকি ছবিটি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল এই ছবিটি। প্রশংসিত হয়েছিল অক্ষয় ও ঐশ্বর্য রাই বচ্চনের অভিনয়ও। সুপারহিট হয়েছিল ছবির গান।

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement