shono
Advertisement
Amitabh Bachchan

কৌন বনেগা ক্রোড়পতির প্রতিযোগীকে চায়ের আমন্ত্রণ বিগ বির! হঠাৎ কেন এমন আবদার অমিতাভের?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।
Published By: Akash MisraPosted: 11:22 AM Sep 12, 2024Updated: 08:56 AM Sep 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বুডঢা হোগা তেরা বাপ!' হ্য়াঁ, অমিতাভ বচ্চনের ক্ষেত্রে একথা একেবারেই প্রযোজ্য। কেননা, যত বয়স হচ্ছে, ততই যেন চমক বাড়ছে বিগ বির। আর তাই তো অমিতাভের (Amitabh Bachchan) হাঁটুর বয়সি মেয়েরাও অমিতাভকে দেখে একেবারে ঘায়েল। হ্য়াঁ, সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতির শুটিং ফ্লোরে এমনটাই ঘটল। যেখানে অমিতাভকে দেখে একেবারে প্রেমে হাবুডুবু এক পড়ুয়া। তবে এই গল্পতে রয়েছে টুইস্ট!

Advertisement

ব্য়াপারটা একটু খোলসা করা যাক। যোধপুর থেকে কৌন বনেগা ক্রোড়পতিতে অংশ নিয়েছিলেন পড়ুয়া সাক্ষী পানওয়ার। বিগ বির সামনে হট সিটে হঠাৎই অমিতাভকে বলে উঠলেন, ''আপনাকে এত ভালো লাগছে যে, আপনার থেকে চোখ ফেরাতে পারছি না। আপনার কোনও মেকআপ দরকার নেই। কেন যে আপনি মেকআপ করেন!'' প্রতিযোগীর মুখে এমন কথা শুনে একেবারে লজ্জায় লাল অমিতাভ। সুযোগ পেয়ে বিগ বি প্রতিযোগীকে বলেই ফেললেন, এটা বলার জন্যই তোমার সঙ্গে চা ডেটে যাব!

[আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বহুরূপীরা বিলুপ্তপ্রায়, লোকশিল্পীরা আজ পথের ভিখারি’, আক্ষেপ শিবপ্রসাদের]

প্রসঙ্গত, কয়েকদিন আগে ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে মনু ভাকেরকে দেখে যেন কিছুটা স্তম্ভিতই হয়ে যান বচ্চন। তিনি বলেন, “অলিম্পিকের সময় তো আপনার চুল এলোমেলো থাকত। এখন এরকম চুল বাঁধা দেখে আমি ভাবলাম, ইনিই কি মনু?” উত্তরে মনুও জানান, এভাবে চুল বাঁধা বা মেক-আপ করা তাঁরও অভ্যাস করা নয়।

‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে মনুর সঙ্গে উপস্থিত আমন শেহরাওয়াতও। সেখানে মনুকে দেখে যেন কিছুটা স্তম্ভিতই হয়ে যান বচ্চন। তিনি বলেন, “অলিম্পিকের সময় তো আপনার চুল এলোমেলো থাকত। এখন এরকম চুল বাঁধা দেখে আমি ভাবলাম, ইনিই কি মনু?” উত্তরে মনুও জানান, এভাবে চুল বাঁধা বা মেক-আপ করা তাঁরও অভ্যাস করা নয়।

যদিও তাতে ‘আপত্তি’ রয়েছে বচ্চনের। তিনি বলেন, “এটাই ভালো, আপনার সুন্দর মুখ তাতে আরও ভালো করে দেখা যায়।” ‘শাহেনশা’র মুখে এই কথা শুনে যেন কিছুটা লজ্জা পান মনু। কিন্তু এই কথা শুনে হেসে ওঠেন দর্শকাসনে বসে থাকা মনুর মা। এই অনুষ্ঠানে অমিতাভের সিনেমার সংলাপ বলে সবাইকে চমকে দিয়েছিলেন মনু। সেখানে যে আরও অনেক গল্প উঠে আসতে পারে, সেই আশা রয়েছেন ভক্তরা।

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘কৌন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে মনুর সঙ্গে উপস্থিত আমন শেহরাওয়াতও।
  • যোধপুর থেকে কৌন বনেগা ক্রোড়পতিতে অংশ নিয়েছিলেন পড়ুয়া সাক্ষী পানওয়ার।
Advertisement