সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝড় তুলছে আল্লু অর্জুনের 'পুষ্পা ২'। রোজই বাড়ছে তার আয়ের অঙ্ক। অন্যদিকে দেখুন, পুষ্পা আল্লু অর্জুনের কপালে চিন্তার ভাঁজ। ইচ্ছে করলেও, ছবির সাফল্যে আনন্দই করতে পারছেন না। উলটে এখন সুপ্রিম কোর্টে যাওয়ার পালা!
ব্যাপারটা একটু বিশদে বলা যাক। 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীরে পদপিষ্ট হওয়ার ঘটনায় সম্প্রতি এক রাত জেল খাটতে হয়েছে আল্লু অর্জুনকে। অন্তর্বর্তী জামিন পেয়েছেন দক্ষিণী সুপারস্টার। সূত্রের খবর, এই জামিনেও স্বস্তি পাচ্ছেন না তিনি। মহিলা অনুরাগীর মৃত্যুর ঘটনায় 'পুষ্পা'র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গানা পুলিশ। প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনও ভাবেই এড়াতে পারেন না অল্লু।
সিনেপর্দায় শত্রু দমনে ‘ঝুঁকতে’ দেখা যায়নি ‘পুষ্পা’ ওরফে আল্লু অর্জুনকে। গুলি চলেছে, বোম ফেটেছে। তবুও পুষ্পা ‘ঝুঁকেগা নেহি’। ‘পুষ্পা ২’-তে সাহস দশগুণ বাড়িয়ে ‘ফায়ার নয়, ওয়াইল্ড ফায়ার’। কিন্তু দেখুন, সিনেপর্দায় পুলিশের হাতে পরাস্ত না হলেও, বাস্তবে শেষমেষ পুলিশ, আইনের কাছে মাথা নিচু করতেই হল ‘পুষ্পা’ আল্লু অর্জুনকে। সাদা হুডিজ টিশার্টে স্ফুলিঙ্গ ফুটলেও, থানায় দাঁড়িয়ে ‘পুষ্পা’র তেজ কম। আর তাই তো, শনিবার সকাল সকাল জেল থেকে বেরিয়ে আল্লু অর্জুনের গলায়, একটাই সুর, ‘ আমি দুঃখিত, শোকাহত। আইনকে সম্মান করি, তদন্তে সহযোগিতা করব’।
গত শুক্রবার দুপুর নাগাদ আল্লু অর্জুনকে যখন গ্রেপ্তার করে পুলিশ। তখনও আল্লু অর্জুনের শরীরী ভঙ্গিমায় ‘পুষ্পা’র ছাপ। পুলিশের সামনেই নায়কের ভঙ্গিতে এক কাপ কফিতে চুমুক, স্ত্রীয়ের গালে চুমু। তারপর বিকেল গড়ায় জামিন পেতে। তবে শুক্রবার জামিন পেলেও, একরাত আল্লুকে থাকতে হল জেলে। শনিবার সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে আসতেই ‘পুষ্পা’ মেজাজ আগের থেকে অনেক ঠান্ডা। ‘পুষ্পা’র মুকুট পাশে রেখে হাতজোড় করে আল্লু বললেন, ”মৃতার পরিবারের প্রতি আমি সমব্যথিত। গোটা ঘটনায় খুবই শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।”