সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৭৯। আদব কায়দায় এখনও বলিউডের উঠতি নায়কদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন তিনি। তাঁর কাছে ম্লান খান-কুমার ম্য়াজিকও। যতবারই তাঁকে পর্দায় দেখা গিয়েছে, ততবারই তিনি প্রমাণ করেছেন বলিউডের শাহেনশাহ এখনও অমিতাভ বচ্চনই! ‘ঝুন্ড’ ছবির টিজারে চমক দিলেন অমিতাভ। নীল-কালো জ্য়াকেটে অমিতাভের হাঁটা চলা নজর কাড়ল অনুরাগীদের। এক ঝলকেই অমিতাভ বুঝিয়ে দিলেন, তিনি এখনও সেরা!
সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এক লড়াইয়ের গল্প তুলে ধরবে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ ছবি। লড়াই হবে ফুটবল মাঠে। ছবিতে দেখানো হয়েছে, বস্তিতে বসবাসকারী এক ঝাঁক তরুণদের নিয়ে দল বানাবেন অমিতাভ বচ্চন। তাঁর সেই দল চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে বড় বড় ফুটবল ক্লাবকে। বিজয় ভার্সে নামে এক ফুটবল কোচের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। এই বিজয় ভার্সের চরিত্রেই দেখা যাবে অমিতাভ বচ্চনকে।
[আরও পড়ুন: ‘শাহরুখ থুতু ছেটাননি, প্রার্থনা করেছিলেন’, ‘দোয়া’ বিতর্কে কিং খানের পাশে তসলিমা ]
২০১৯ সাল থেকেই শুরু হয়েছিল এই ছবির শুটিং। ২০২০ সালে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। তবে করোনার জন্য মাঝে মধ্যেই ছবি মুক্তির দিনক্ষণ পিছিয়ে যায়। এই ছবির জন্য় বিশেষ ফুটবল ট্রেনিং নিয়েছেন অমিতাভ। দীর্ঘ অনুশীলনও করেছেন।
পরিচালকের কথায়, ”প্রথম থেকেই এই ছবির জন্য পছন্দ ছিল অমিতাভকে। তবে অমিতাভের চরিত্রটা পছন্দ হবে কিনা তা নিয়ে একটু সংশয় ছিলই। শেষমেশ উনি যে রাজি হন, তাতে সত্য়িই আমি খুশি। না হলে হয়তো এই ছবিটাই করতাম না।” ছবিটির টিমের তরফ থেকে জানানো হয়েছে, সব কিছু ঠিকঠাক থাকলে ৪ মার্চ মুক্তি পেতে পারে ‘ঝুন্ড’।